মৌলভীবাজার - শমশেরনগর সড়কে দুইটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ও ১জন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনাটি শনিবার (৭ জুন) রাত ৯ টার দিকে শ্যামেরকোনা বনগাও এলাকায় ঘটেছে । ঘটনায় নিহত মোটর সাইকেল আরোহীরা হলেন শ্যামেরকোনা গ্রামের আনকার মিয়ার ছেলে জুবেদ মিয়া (২২) ও কমলগঞ্জ উপজলার রহিমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের হারিছ মিয়ার ছেলে কামরুল মিয়া (১৮)। আহত মাহবুব মিয়া (২০) কে সিলেট এম এ জি ওসসানি হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয়রা জানান, কাছারীবাজার শ্যামেরকোনা এলাকায় দুইটি দ্রুতগামী মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক জুবেদ মিয়া ও কামরুল মিয়াকে মৃত ঘোষনা করেন। আহত মাহবুব মিয়ার অবস্স্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।