বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদ তিন দিনের সফরে আজ ৮ জুন রবিবার কক্সবাজার এসেছেন। দুপুরে তিনি কক্সবাজার বিমান বন্দরে অবতরণ করেন। সেখানে তাকে শুভেচ্ছা জানান কক্সবাজার জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শাহজাহান চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা সপ্না ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল। এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা ইউসুফ বদরী, এডভোকেট সৈয়দ আহমদ উজ্জ্বল সহ দলীয় নেতাকর্মীরা। পরে তার গ্রামের বাড়ি পেকুয়ায় যাওয়ার কথা রয়েছে। পেকুয়ায় তিনি দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। বিএনপির এ কেন্দ্রীয় নেতা সোমবার পেকুয়া উপজেলা বিএনপির দলীয় কার্যালয় উদ্বোধন ও চকরিয়া- পেকুয়ায় কয়েকটি অনুষ্ঠানে যোগ দেবেন বলে জানিয়েছেন তার প্রেস সচিব মোঃ ছফওয়ানুল করিম। তিনি ১০ জুন তারিখ বিকেলে ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করবেন।