চাটমোহরে পুলিশী পাহারায় ঈদের নামাজ অনুষ্ঠিত

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ৮ জুন, ২০২৫, ০৪:৫৬ পিএম
চাটমোহরে পুলিশী পাহারায় ঈদের নামাজ অনুষ্ঠিত

পাবনার চাটমোহরে পুলিশী পাহারায় ঈদের দুইটি জামাত অনুষ্ঠিত হয়েছে। উপজেলার মুলগ্রাম ইউনিয়নের আটলংকা ঈদগাহ মাঠে ঈদের জামাতকে কেন্দ্র করে দুইটি গ্রামের মধ্যে বিরোধ দেখা দেয়। আটলংকা ও বন্যাগাড়ি গ্রামের মধ্যে এই বিরোধ নিষ্পত্তি না হওয়ায় চাটমোহর থানা পুলিশের উপস্থিতিতে এখানে দুই গ্রামের লোকজনের দুইটি পৃথক জামাত অনুষ্ঠিত হয়। বন্যাগাড়ি গ্রামবাসীর দাবি এই ঈদগাহে মাঠে তাদের অবদান রয়েছে। যুগ যুগ ধরে এখানে দুই গ্রামের মানুষ নামাজ আদায় করছেন। কিন্তু এখন বন্যাগাড়িকে বাদ দিয়ে ঈদগাহের নাম আটলংকা ঈদগাহ মাঠ করার নিদ্ধান্ত নিয়েছে আটলংকাবাসী। এটা মানা হবেনা। এনিয়ে চলছে উত্তেজনা। এনিয়ে থানায় দফায় দফায় বেঠক হলেও কোন সমাধান হয়নি। অবশেষে পুলিশী পাহারায় দুই গ্রামের মানুষ পৃথকভাবে ঈদের নামাজ আদায় করেছেন। চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম বলেন,মীমাংসার চেষ্টা করা হচ্ছে। দু’পক্ষকে নিয়ে ৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠণ করা হয়। কিন্তু আটলংকাবাসী এ সিদ্ধান্ত মানছেন না। ফলে উত্তেজনা চলছে।

আপনার জেলার সংবাদ পড়তে