জামালপুরের মেলান্দহে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ১৬ ডিসেম্বর সূর্যোদয়ের সাথে ৩১ বার তোপধ্বনির পর স্বাধীনতা মঞ্চে শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে পুস্পস্তবক অর্পন শেষে মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ করা হয়। সকাল সাড়ে ৯টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম. আলমগীর বিজয় মেলার উদ্ধোধন করেন। উপজেলা প্রশাসন আয়োজিত কর্মসূচিতে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান এতে অংশ গ্রহণ করে। সকাল সাড়ে ১০টায় এবারই প্রথম জামাতে ইসলামি পৃথক বিজয় র্যালী করেছে। এ ছাড়াও মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্য চিত্র প্রদর্শন, শিশু-কিশোরদের জন্য চিত্রাংকন প্রতিযোগিতা, সাংস্কৃতিক ও আলোচনা সভার আয়োজন করেছে।
বেলা ১১টায় মুক্তিযোদ্ধা সংসদে শহিদ মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে অলোচনা সভা ও দোয়ার মাহফিলের আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন-ইউএনও এস.এম. আলমগীর।
বক্তব্য রাখেন-সাবেক জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সৈয়দ হারুন অর রশিদ, প্রিন্সিপাল শফিকুল ইসলাম, অফিসার ইনচার্জ মাসুদুজ্জামান, সমাজসেবা অফিসার আরিফুর রহমান, বীরমুক্তিযোদ্ধাদের পক্ষে বক্তব্য রাখেন-আবুল হোসেন, আলহাজ কিসমত পাশা, আব্দুল খালেক, ইসহাক আলী, শহিদুল্লাহ তারা, রিপোর্টার্স ইউনিটির সভাপতি-ইত্তেফাক সংবাদদাতা শাহ জামাল প্রমুখ।