৬ নাবিক হত্যাকান্ডের ঘটনায় লোহাগড়ায় দোয়া অনুষ্ঠান

এফএনএস (রাজিয়া হাসান; লোহাগড়া, নড়াইল) : | প্রকাশ: ৮ জুন, ২০২৫, ০৯:২৭ পিএম
৬ নাবিক হত্যাকান্ডের ঘটনায় লোহাগড়ায় দোয়া অনুষ্ঠান

গত ৮ মাস পূর্বে এমভি আল বাখেরা জাহাজে ৬ নাবিককে নৃশংসভাবে হত্যা করা হয়েছিলো। যারা এই হত্যার শিকার হয়ে ছিলেন তাদের ৪ জন নড়াইলের,১ জন মাগুরা ও ১জন ফরিদপুরের বাসিন্দা ছিলেন। তাদের আত্মার মাগফেরাত কামনার জন্য যশোর, ফরিদপুর জাহাজ শ্রমিক সমিতির উদ্যোগে রবিবার  লোহাগড়া ড্রীম হেভেনে হোটেলের হল রুমে দোয়ার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে মোঃ কায়মুল ইসলামের (জাহাজের মাস্টার) সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন এনপিপির চেয়ারম্যান  বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবি, বাংলাদেশ জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্ময়ক ড. ফরিদুজ্জামান ফরহাদ। বক্তব্য রাখেন নড়াইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ টিপু সুলতান, লোহাগড়া উপজেলার বিএনপির সভাপতি মোঃ আহাদুজ্জামান বাটু, জাহাজের মাষ্টার শেখ আবুল কাসেম, হাজী বেলায়েত হোসেন বাবুল হোসেন ও আবু তাহের প্রমুখ। এসময় প্রধান অতিথি বলেন, আমরা যাদেরকে হারিয়েছি তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। পাশাপাশি তাদের যতপ্রকার আইনের সহায়তা দরকার তা আমি করবো।

আপনার জেলার সংবাদ পড়তে