নোয়াখালী হাতিয়ায় পৌসভার শাখার আয়োজনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঈদ প্রীতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে উপজেলা সদর ওছখালীতে স্থানীয় চরকৈলাশ হাদিয়া মাদ্রাসা হলরুমে এ প্রীতি অনুষ্ঠান হয় ।
হাতিয়া পৌরসভা জামায়েতের আমির মাওলানা তাওফীকুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা জামায়েতের আমির মাস্টার বোরহানুল ইসলাম। বক্তব্য রাখেন উপজেলা জামায়েতের নায়েবে আমির মাওলানা ইদ্রিস, নোয়াখালী-৬ হাতিয়া থেকে জামায়াত ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী শাহ মো: মাহফুজুল হক, ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা সাব্বির আহম্মেদ তাফসীর। এসময় উপস্থিত ছিলেন হাতিয়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের প্রায় ৫শতাধিক কর্মী সমর্থক।
সভার শুরুতে বক্তারা নিজেদের সাংগঠনিক বিষয় নিয়ে কথা বলেন। সভার এক পর্যায়ে প্রধান অতিথি উপজেলা জামায়েতের আমির মাস্টার বোরহানুল ইসলাম আগামী পৌরসভা নির্বাচনের দলের মনোনীত প্রার্থীন নাম ঘোষনা করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবিরের সাবেক অফিস সম্পাদক সাব্বির আহম্মেদ তাফসীরকে প্রার্থী হিসাবে এই ঘোষনা দেন। তাফসীর হাতিয়ার সাবেক অধ্যক্ষ মাওলানা মহি উদ্দিনের ছেলে। এসময় জামায়েতের কর্মী সমর্থকরা স্লোগান দিয়ে সমর্থন দেন।