চাঁদপুরে কুরবানির পশু কাটতে গিয়ে প্রায় শতাধিক আহত

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ৯ জুন, ২০২৫, ০৪:০৭ পিএম
চাঁদপুরে কুরবানির পশু কাটতে গিয়ে প্রায় শতাধিক আহত

কোরবানির গরু-ছাগল জবাই ও মাংস কাটতে গিয়ে গরুর লাত্থি গুতায় এবং ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়ে চাঁদপুরে প্রায় শতাধিক ব্যক্তি চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। চাঁদপুর শহর ও আশপাশের এলাকাসহ বিভিন্ন উপজেলা থেকে শনিবার ঈদের দিন  দিনভর আসা আহত এসব ব্যক্তি জেলা হাসপাতালের  জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন বলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক  জানিয়েছেন। অনুসন্ধানের জানা যায়, চাঁদপুরে কুরবানির পশু জবাই ও মাংস প্রস্তুত করতে গিয়ে প্রায় শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। এরমধ্যে শুধু চাঁদপুর শহরেই আহত হয়েছেন ২০ থেকে ২৫ জন। শনিবার (৭ জুন ২০২৫) সকাল সাড়ে নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে আহতরা এসে চিকিৎসা নেন। এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বেসরকারি হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন আরও অনেকে। কুরবানির পশু জবাই ও মাংস প্রস্তুত করতে গিয়ে কারো কারো আঙুলও কাটা পড়েছে। অনেকে গরুর লাথি-গুঁতা খেয়ে হাত-পায়ের হাড় ভেঙে কাতরাচ্ছেন। চাঁদপুর শহরের পুরাণবাজার  ম্যানেজার বাড়ির ফারুক, নতুন বাজারের শিমুল হাসান, আমিন, সাদেক ও জসিম মেহেদীসহ কয়েকজন আহত ব্যক্তি জানান, কুরবানির ঈদে নিজেদের পশু জবাই ও গোশত কাটতে গিয়ে তারা আহত হয়েছেন। বিশেষ করে ছোট ছুরি দিয়ে গরুর মাংস কাটতে গিয়ে হাতে ছুরি লেগে কেটে যায়। পরবর্তীতে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে এসে প্রাথমিক চিকিৎসা করতে হয়। চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মেডিকেল টেকনিশিয়ান নোমান মিয়া জানান, শুধু ঈদের দিন সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত শতাধিক রোগী এসেছেন। এদের মধ্যে হাতে আঘাতপ্রাপ্ত রোগীর সংখ্যাই বেশি। তবে বিকেল থেকে রোগীর সংখ্যা কমতে থাকে। চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা.শর্মিষ্ঠা দে বলেন, ঈদের দিন সকাল থেকে চিকিৎসা নেয়া রোগীদের মধ্যে কেউ গরুর গুঁতা, আবার কেউ ছুরি চালাতে গিয়ে আঙুল কেটে ফেলেছেন। সব মিলিয়ে দেড় শতাধিক রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে ৫-৭ জনকে ঢাকায় রেফার করা হয়েছে। এছাড়া ১০-১২ জন চাঁদপুর সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে যাওয়ার সংখ্যাই বেশি।

আপনার জেলার সংবাদ পড়তে