নাসিরনগরে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সদস্য সম্মেলন অনুষ্ঠিত

এফএনএস (আক্তার হোসেন ভূইয়া; নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া) : | প্রকাশ: ৯ জুন, ২০২৫, ০৪:১৫ পিএম
নাসিরনগরে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সদস্য সম্মেলন অনুষ্ঠিত

"মুক্তির রাজপথ ইসলামী খেলাফত " এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ  সোমবার  (৯ জুন) সকালে বাংলাদেশ খেলাফত যুব মজলিস  উপজেলা শাখার  আয়োজনে স্থানীয় প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের অডিটোরিয়াম হল রুমে এই সদস্য  সম্মেলন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ খেলাফত যুব মজলিস উপজেলা শাখার  সভাপতি মোহাম্মদ ফখরুদ্দিন আহমেদ বিশালের  সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত  প্রার্থী হাফেজ মাওলানা মোহাম্মদ সাইফুল্লাহ বিন আনসারী। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস জেলা শাখার  সভাপতি হাফেজ মাওলানা মোহাম্মদ  ইসহাক। বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিস উপজেলা শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ আবদুস ছাত্তার, সহ-সভাপতি মাওলানা আবদুল হান্নান, সাধারণ  সম্পাদক বিএম গিয়াস উদ্দিন, মাওলানা ইসমাইল হোসেন বোখারী। বাংলাদেশ খেলাফত যুব মজলিস উপজেলা  শাখার  বায়তুল মাল সম্পাদক হাফেজ মাওলানা রফিকুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত যুব মজলিসের জেলা শাখার সহ- সভাপতি মাওলানা আমজাদ হোসাইন খান মাহমুদপুরী, মাওলানা হোসাইন আহমেদ নুরপুরী, মাওলানা বোরহান উদ্দিন ফারুকী, মাওলানা শিব্বির আহমেদ, মোহাম্মদ  আলামিন, মাওলানা মোহাম্মদ মোল্লা আমীর, মোজাহিদুল ইসলাম, মোহাম্মদ  আনোয়ার হোসেন, প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে হাফেজ  মাওলানা মোহাম্মদ সাইফুল্লাহ বিন আনসারী বলেন, আগামী দিনে প্রতিটা পাড়া মহল্লায়, ঘরে ঘরে খেলাফত যুব মজলিসের সৈনিক তৈরি করতে হবে। তা যদি আমরা প্রতিষ্ঠা করতে পারি তাহলে দেশ হবে ইসলামি জনগণের, দেশ হবে খেলাফত মজলিসের এবং  আগামী দেশ শাসন করবে ওলামায়ে কেরাম গণ। সম্মেলন শেষে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের মাসিক কর্মসূচির অংশ হিসেবে দাওয়াতি মিছিল নিয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

আপনার জেলার সংবাদ পড়তে