সেনবাগে ২শতাধিক অসহয় ও দুঃস্থদের মাঝে গোস্ত বিতরণ

এফএনএস (মোঃ জাহাঙ্গীর আলম; সেনবাগ, নোয়াখালী) : | প্রকাশ: ৯ জুন, ২০২৫, ০৪:১৯ পিএম
সেনবাগে ২শতাধিক অসহয় ও দুঃস্থদের মাঝে গোস্ত বিতরণ

যুক্তরাজ্য (লন্ডন) ভিত্তিত স্বেচ্চাসেবী সংগঠন উম্মে কাইন্ডের পক্ষ থেকে নোয়াখালীর সেনবাগে ৪টি গরু কোরবানী করে কোরবানীকৃত গরুর গোস্ত গুলোর ২ শতাধিক অসহায় দুঃস্থ পরিবারের লোকজনের মাঝে বিতরণ করেছে। যুক্তরাজ্য প্রবাসী আবদু হক আলোর সার্বিক সহযোগীতায় বাংলাদেশে গরুগুলো কোরবানী করে এর গোস্ত অসহায় দুঃস্থ লোকজনের মাঝে বিতরণ করা হয়। 

সেনবাগে ঈদে দ্বিতীয় দিন রবিবার দুইটি ও এরআগে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদের দিন শুক্রবার (৬জুন) সকালে আরো দুইটি কোরবানী করে কোরবানীকৃত গরুর গোস্তগুলো স্বেচ্চাসেবীদের মাধ্যমে তালিকা করে দুই শতাধিক অসহায় ও দুঃস্থ পরিবারের বাড়ি বাড়ি পৌছে দেয় স্বেচ্চাসেবীরা। 

সংগঠনের কোষাধক্ষ্য মোঃ ইসমাইল হোসেন জানান, সেনবাগ উপজেলার কাবিলপুর ইউপির ৪টি গ্রাম শায়েস্তানগর, ফতেহপুর, আজিজপুর ও ইয়ারপুর গ্রামে যারা কোরবানী দিতে পানেী এমন দুই শতাধিক অসহায় দুঃস্থ পরিবারের তালিকা করে উম্মে কাইন্ড। এরপর গরুগলো কোরবানী করে গোস্তগুলো তালিকা করা পরিবার গুলোর হাতে তুলে দেওয়া হয়।

আপনার জেলার সংবাদ পড়তে