ঈদগাঁওতে উচ্চ শিক্ষা কর্মশালা

এফএনএস (রেজাউল করিম; ঈদগাঁও, কক্সবাজার) :
| আপডেট: ৯ জুন, ২০২৫, ০৭:২১ পিএম | প্রকাশ: ৯ জুন, ২০২৫, ০৭:২১ পিএম
ঈদগাঁওতে উচ্চ শিক্ষা কর্মশালা

ঈদগাঁওতে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা, কুইজ প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ৯ জুন সোমবার সকাল থেকে ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পাবলিক ইউনিভার্সিটি, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং এসোসিয়েশন, ঈদগাঁও এ অনুষ্ঠান মালার আয়োজন করে।। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সাংসদ লুৎফুর রহমান কাজল। অতিথির বক্তব্য দেন উপজেলা জামায়াত আমির মাওলানা ছলিম উল্লাহ জিহাদী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম উল্লাহ মাহমুদ, ইসলামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাওলানা দেলোয়ার হোছাইন, অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক মুহাম্মদ সিরাজুল হক, ঈদগাঁও প্রেস ক্লাব সভাপতি মোহাম্মদ রেজাউল করিম, চট্টগ্রাম মেডিকেল কলেজের প্যাথলজি বিভাগের প্রভাষক ডাঃ মোঃ সাদ্দাম হোসেন সহ আমন্ত্রিতরা। শুরুতে স্বাগত বক্তব্য দেন লামা, আলীকদম ও নাইক্ষ্যংছড়ি তথ্য অফিসের তথ্য কর্মকর্তা মোঃ রাশেদুল হক রাসেল। আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক আহমেদ তারেকের সঞ্চালনায় এতে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আজকের এই মেধাবীরা ভবিষ্যতে বাংলাদেশের নেতৃত্ব দেবে। দেশের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিত করে তারা এলাকার সম্মানকে সমুন্নত করেছে। জামায়াত আমীর তার বক্তব্যে লেখাপড়ায় ভালো হওয়ার পাশাপাশি নৈতিক গুণসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে উঠতে উপস্থিত ছাত্র সমাজের প্রতি আহ্বান জানান। সংগঠন সভাপতি মোহাম্মদ আনাছের সভাপতিত্বে অনুষ্ঠানে দেশের বিভিন্ন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির সুপারিশ প্রাপ্ত ৩৯ জন মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা এবং স্কুল ও কলেজ পর্যায়ের কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করেন প্রধান অতিথি ও উপস্থিত অতিথিরা। উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ আয়োজক সংগঠনের উপদেষ্টা ও ব্রাক কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপদেষ্টা যথাক্রমে হাবিব আজাদ, তৌহিদুল ইসলাম, মনির হোসেন রিয়াদ, ডিএসবি ঈদগাঁও থানার এস,আই আতিক, সংগঠনের সাবেক সভাপতি ইয়াসিন আরাফাত, সাবেক সাধারণ সম্পাদক আহসান আহমেদ ও ঈদগাঁও উপজেলার বিভিন্ন স্কুল-কলেজ ও মাদ্রাসায় অধ্যয়নরত শিক্ষার্থীবৃন্দ। এর আগে উচ্চ শিক্ষা বিষয়ক কর্মশালায় গাইডলাইন প্রদান করেন মেডিকেল সেক্টর সহ দেশের নামকরা বিভিন্ন প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীরা।

আপনার জেলার সংবাদ পড়তে