চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ঈদগাহ মাঠে খেলাধুলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আব্দুল বাসেদ বিষ্ণু (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। গতকাল সোমবার সকালে পার্বতীপুর ইউনিয়নের সুবইল গ্রামের ঈদগাহে এই ঘটনা ঘটে। নিহত বিষ্ণু ওই গ্রামের বাসিন্দা মৃত আবুল হোসেনের ছেলে। এই ঘটনায় উভয় পক্ষের নারী-পুরুষসহ বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে। গুরুতর আহত কয়েকজন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বেলা ১০টার দিকে সুবইল গ্রামের স্থানীয় ছেলেরা ঈদগাহে ক্রিকেট খেলছিলেন। ওই সময় মাদ্রাসার ক্যাশিয়ার মাঠের আম পড়ে যাবে বলে ছেলেদের ক্রিকেট খেলতে নিষেধ করেন। এই নিষেধ করাকে কেন্দ্র করে উভয় পক্ষের লোকজন তর্কে জড়িয়ে পড়েন। পরে ওই ইউনিয়নে ৩নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য বাইরুল ইসলামের লোকজন আব্দুল বাসেদ বিষ্ণুকে শাবল দিয়ে আঘাত করে। পরে আহত বিষ্ণুকে হাসপাতালে নেওয়ার পথে প্রতিপক্ষরা পুনরায় তাকে তার মাথায় আঘাত করে পালিয়ে যান। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এদিকে নিহত বিষ্ণুর সঙ্গে সাবেক ইউপি সদস্য বাইরুল ইসলামের সাথে অনেকদিন হতে মামলা-মোকদ্দমা নিয়ে বিরোধ ছিল। এ বিষয়ে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রইস উদ্দীন জানান খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে ওই বৃদ্ধের লাশ উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে ওসি জানান।