ঝিনাইদহে দুস্থ পরিবারের মাঝে গোশত বিতরণ

এফএনএস (টিপু সুলতান, কালীগঞ্জ, ঝিনাইদহ) : | প্রকাশ: ১০ জুন, ২০২৫, ১২:০০ পিএম
ঝিনাইদহে দুস্থ পরিবারের মাঝে গোশত বিতরণ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ৮০ টি দুস্থ পরিবারের মধ্যে গোশত বিতরণ করা হয়েছে। রেড ক্রিসেন্ট সোসাইটির জেলা শাখার উদ্যোগে এ গোশত বিতরণ কর্মসূচি নেয়া হয়।সোমবার দুপুর ১২টার দিকে ঝিনাইদহ রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ে গোশত বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক ও রেড ক্রিসেন্ট সোসাইটির সভাপতি মোহাম্মদ আবদুল আওয়াল।রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্য ও কর্মীরা উপস্থিত থেকে দুস্থ পরিবারের সদস্যদের হাতে গোশত তুলে দেন। 

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঝিনাইদহ রেড ক্রিসেন্ট সোসাইটির সহ সভাপতি অধ্যক্ষ (অবসর প্রাপ্ত ) মহব্বত হোসেন, সাধারণ সম্পাদক আহসান হাবীব রনক, ঝিনাইদহ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, ঝিনাইদহ রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্য মিজানুর রহমান সুজন, এম শাহজাহান আলী, তহুরা খাতুন প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে