মেহেরপুরের মুজিবনগর সীমান্তে ১২ জনকে পুশব্যাক

এফএনএস (ফারুক আহমেদ, মেহেরপুর) : : | প্রকাশ: ১০ জুন, ২০২৫, ০১:১২ পিএম
মেহেরপুরের মুজিবনগর সীমান্তে ১২ জনকে পুশব্যাক

মেহেরপুরের মুজিবনগর সীমান্ত দিয়ে ৩ শিশু সহ ১২ জন ব্যক্তিকে পোশব্যাক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। রোববার ভোরবেলায় আনন্দবাস সীমান্ত দিয়ে ঠেলে (পুশব্যাক) দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। পরে তাদের অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ডি (বিজিবি)।

স্থানীয় ও বিজিবি সুত্রে জানা গেছে, ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে তাদেরকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছিলো।  সাজা ভোগ শেষে তাদেরকে একত্রিত করে ভারতীয় সীমান্তরক্ষী বাহীনি বিএসএফ আনন্দবাস সীমান্ত দিয়ে পার করে দেয়।

মুজিবনগর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন,১২ জনের একটি দলকে বিএসএফ সীমান্ত পার করে এদিকে ঠেলে দিয়েছে। তাদেরকে বিজিবি আটক করে থানায় সোপার্দ করার প্রক্রিয়া করছে। থানায় তাদের নামে মামলা করা হবে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে