বাঘায় ৪ পলাতক আসামী গ্রেফতার

এফএনএস (আমানুল হক আমান; বাঘা, রাজশাহী) : : | প্রকাশ: ১০ জুন, ২০২৫, ০২:৪৩ পিএম
বাঘায় ৪ পলাতক আসামী গ্রেফতার

রাজশাহীর বাঘায় পুলিশের পৃথক অভিযানে ৪ জন পলাতক আসামীকে গ্রেফতার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে চারটি মামলার পলাতম আসামীকে নিজ নিজ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলো-উপজেলার বাগসায়েস্তা গ্রামের আব্দুল করিমের স্ত্রী আজমীরা বেগম (৪৮), আরিফপুর গ্রামের দুখু মন্ডলের ছেলে কামাল হোসেন, আলাইপুর গ্রামের নাছির উদ্দিনের ছেলে জহুরুল ইসলাম (৩৬), সাহাপুর (মাস্টারপাড়া) গ্রামের সাজেদার রহমানের ছেলে জাকির হোসেন (৩০)।

বাঘা থানার ওসি আছাদুজ্জামান বলেন, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে আত্মগোপনে ছিল। তাদের গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে