তীব্র তাপদাহ

সৈয়দপুরে অতিরিক্ত গরমে হাসপাতালে রোগীর ভীড়

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : : | প্রকাশ: ১০ জুন, ২০২৫, ০২:৫৭ পিএম
সৈয়দপুরে অতিরিক্ত গরমে হাসপাতালে রোগীর ভীড়

এখন চলছে গ্রীষ্মকাল। শুরুতে তেমন একটা তাপদাহ ছিল না। কিন্তু হঠাৎ করে গত কয়েকদিন থেকে গ্রীষ্মের শেষে এসে তীব্র তাপদাহ বিষিয়ে তুলেছে জনজীবন। আর কয়েকদিন পর শুরু হবে বর্ষাকাল। আকাশে বৃষ্টির কোন আভাস পরিলক্ষিত হচ্ছে না বরং উল্টো প্রখর রোদ আর তীব্র তাপদাহে জনজীবনে নেমে এসেছে এক অসহ্য নাভিশ্বাস। দিনের প্রথম প্রহরে ঘর থেকে বাইরে বের হওয়া গেলেও বেলা বাড়ার সাথে সাথে তাপের তীব্রতা এমনভাবে বৃদ্ধি পাচ্ছে তাতে কেউ আর বাইরে থাকতে পারছেন না।

অসহ্য গরম ও তাপদাহ বিরাজ করায় রাস্তাঘাটে মানুষের আনাগোনা একেবারে নেই বললেই চলে। একান্ত বাধ্য হয়ে যারা বের হচ্ছেন তারাও ঘেমে একাকার হয়ে পিপাসায় কাতর হয়ে পড়ছেন। গাছের নিচে ছায়াযুক্ত স্থানে একটু স্বস্তি পেতে দাঁড়িয়ে পড়ছেন পথে চলাচলকারীরা। বাসা-বাড়িতে অবস্থানকারীরাও গরমে অতিষ্ঠ হয়ে ঘাম ঝড়ছেন। 

বিশেষ করে বাসায় গৃহিনীরা পড়েছেন চরম এক বিপদে। সাংসারিক কাজ করতে গিয়ে তারা বড় অসহায় হয়ে পড়েছেন গরমের কারণে। পানির জন্য অনেক গৃহিনী আল্লাহর কাছে দোয়া করছেন।

এদিকে গরম থেকে বাঁচতে ঠান্ডা পানীয় পান করার মাত্রা বেড়ে গেছে ব্যাপকভাবে। ফলে পানিজনিত রোগ দেখা দিয়েছে। এতে শিশুরা সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন ডায়রিয়া রোগে। গত ৩ দিনে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে রোগীর উপচেপড়া ভীড় লক্ষ্য করা গেছে। অতিরিক্ত রোগীদের সেবা দিতে কর্তৃপক্ষ হিমশিম অবস্থায় পড়েছেন। এমন তথ্য দিলেন হাসপাতালের এক আবাসিক মেডিকেল অফিসার। আবহাওয়া সুত্র জানায় ১০ জুন সৈয়দপুরে তাপমাত্রা ছিল ৪২ ডিগ্রী সেলসিয়াস । তবে রোদের মাত্রায় মনে হচ্ছে ৪৬ ডিগ্রী সেলসিয়াস বিরাজ করছে।

একটানা সারাদিন প্রখর রোদ বিরাজ করায় তাপের তীব্রতায় নারী-শিশুসহ বয়স্ক লোকজন স্বর্দি-কাশি, জ্বরসহ ডায়রিয়া রোগে আক্রান্ত হচ্ছেন। গত তিন দিনে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে অতিরিক্ত রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ডায়রিয়া রোগীর সংখ্যাই বেশি। তাছাড়া, পেটের অন্যান্য রোগে আক্রান্ত রোগীও রয়েছে উল্লেখযোগ্য সংখ্যক। 

এ ব্যাপারে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের আরএমও  ডা. মোঃ নাজমুল হুদা জানান, হঠাৎ করে বিরুপ আবহাওয়া বিরাজ করছে। এক্ষেত্রে অসাবধানতার কারণে মানুষের মাঝে পেটের পীড়াসহ পানি জনিত নানা রোগের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। যার ফলে প্রতিদিন হাসপাতালে রোগীর সংখ্যা বাড়ছে। তার মধ্যে ডায়রিয়া রোগির সংখ্যা বেশি।

এ পরিস্থিতিতে ডায়রিয়া বা অন্যান্য পেটের পীড়া থেকে রেহাই পেতে বিশুদ্ধ পানি পানসহ খাওয়ার ক্ষেত্রে চর্বিদার,বাসি,গুরুপাক খাবার গ্রহন পরিহার করতে হবে। সে সাথে ডাবের পানি, লেবুর রসের সরবত বা আখের রস পানসহ স্যালাইন পান করা উচিত। এতে শরীরের পানি স্বল্পতা রোধ পাবে এবং আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকবেনা।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে