মালখানগর ইউনিয়ন বিএনপি'র শ্রদ্ধা, সভা,দোয়া ও ভোজ

এফএনএস (কে. এন. ইসলাম বাবুল; সিরাজদিখান, মুন্সীগঞ্জ) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ১৬ ডিসেম্বর, ২০২৪, ০১:১৪ এএম
মালখানগর ইউনিয়ন বিএনপি'র শ্রদ্ধা, সভা,দোয়া ও ভোজ

মুন্সীগঞ্জের সিরাজদিখানের বিভিন্ন ইউনিয়ন বিএনপির নানা আয়োজনে মহান বিজয় দিবস পালন করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলার মালখানগর ইউনিয়ন বিএনপির আয়োজনে তালতলা বাজার বিএনপির ইউনিয়ন কার্যালয়ে সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। এরপর দুপুরে বিভিন্ন শ্রেনি পেশার ১২ শতাধিক জনসাধারণদের খাবার পরিবেশন করা হয়েছে। এর আগে সকালে শহীদ বেদীতে ফুল দিয়ে সম্মান জানানো হয়, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে যে সকল বীর মুক্তিযোদ্ধারা শহীদ হয়েছেন। নানা আয়োজনের মধ্য দিয়ে বিকালে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

মালখানগর ইউনিয়ন বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার আক্তারুজ্জামান টিটুর সভাপতিত্বে 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী, বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সহ সভাপতি মোতাহার হোসেন, ১ নং যুগ্ন সাধারণ সম্পাদক আতাউর রহমান, দপ্তর সম্পাদক অহিদুল ইসলাম। ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খোরশেদ আলমের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন উপজেলা যুবদল সভাপতি ইয়াছিন সুমন।

এ সময় আরো উপস্থিত ছিলেন, তালতলা বাজার জামে মসজিদের খতিব মাওলানা ইসমাইল হোসেন, উপজেলা যুবদল নেতা শাহাদত সিকদার, আমিন শেখ, আলমগীর হোসেন, ইকবাল মাহমুদ, মো. পারভেজ, মালখানগর ইউনিয়ন  ১ নং ওয়ার্ড বিএনপি সভাপতি আব্দুল হালিম শেখ, ইউনিয়ন যুবদল সাবেক সভাপতি লিটন মাদবর, যুবদল নেতা বিপ্লব মাদবর প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে