বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারিহা তানজিন বাল্যবিয়ে বন্ধকরে মেয়ের পিতাকে ১০ হাজার টাকা জরিমানা করেছে বলে জানাগেছে।
স্থালীয় সূত্রে জানা গেছে, উপজেলার রত্নপুর ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের বাচ্চু হাওলাদারের মেয়ে মোল্লাপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী আয়শা খানম (১৬) কে সোমবার পার্শ্ববতী গৌরনদী উপজেলা বিজয়পুর গ্রামের সৌদি প্রবাসী এক জনৈকের সাথে বিয়ের আয়োজন করছিলো। আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসার ফারিহা তানজিন নিজে ওই বাড়ি উপস্থিত হয়ে বিয়ে অনুষ্ঠান বন্ধ করেদেন।
স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্যা সুমিত্রা গোলদার বলেন, ইউএনও স্যারে উপস্থিতি টেরপেয়ে বিয়ের অনুষ্ঠান থেকে সকলে পালিয়ে যায়। মেয়েকে বাল্য বিয়ে দেওয়ার কারনে মেয়ের পিতা বাচ্চু হাওলাদারকে ১০ হাজার টাকা জরিমানা করেছে। এছাড়া মেয়ের ১৮ বছর বিয়ের পূর্ণবয়স না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে না দেওয়ার মুচলেখা দিয়েছে।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ফারিহা তানজিন সাংবাদিকদের বলেন, দশম শ্রেণীর এক ছাত্রী (১৬) কে ধুমধাম করে বিয়েদেওয়ার জন্য অনুষ্ঠান করছিলো। আমি ওই অনুষ্ঠানে উপস্থিত হয়ে বাল্যবিয়ে দেওয়ার অপরাধে ওই ছাত্রীর পিতাকে দশ হাজার টাকা জরিমার ও তার কাছথেকে লিখিত নেওয়া হয়েছে ১৮ বছরের না হলে তার মেয়েকে বিয়ে দিবেনা।