সৈয়দপুরে এফওএইচ স্কুলের শিক্ষার্থীদের মাঝে মাংস বিতরণ

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ১০ জুন, ২০২৫, ০৪:৪৭ পিএম
সৈয়দপুরে এফওএইচ স্কুলের শিক্ষার্থীদের মাঝে মাংস বিতরণ

নীলফামারীর সৈয়দপুরে আমেরিকা ভিত্তিক ফ্রেন্ডেস অব হিউমেনেটি (এফ ও এইচ) প্রকল্পের অধীনে অধ্যায়নরত শিক্ষার্থীর মাঝে কোরবানির মাংস বিতরণ করা হয়।

৮ জুন শহরের গোলাহাটে অবস্থিত মোহাম্মদ আব্দুল লতিফ এফ ও এইচ প্রাথমিক স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন এফওএইচ বাংলাদেশের কান্ট্রিডিরেক্টর সৈয়দ ওসামা জালাল। বিশেষ অতিথি হিট এর ভাইস চেয়ারম্যান মো.আব্দুল বারী,এফওএইচ স্কুল প্রজেক্টের পরিচালক মো. আব্দুল লতিফ, ক্যাম্প উন্নয়ন কমিটির সভাপতি কবি মাজিদ ইকবাল, শিক্ষকগনসহ গনমাধ্যমকর্মীরা।

অনুষ্ঠানে হিউমেনেটি ইন ডিস্ট্রেস (হিড) এর অর্থায়নে এফ ও এইচ প্রকল্পের অধীনে ৫টি প্রাথমিক বিদ্যালয় যার শিক্ষার্থীর সংখ্যা ৬২০ জন। ১টি উচ্চ বিদ্যালয় শিক্ষার্থী ৫০০ জন ও ১টি কোচিং সেন্টার শিক্ষার্থী ১০০ জন এবং শিক্ষকসহ স্টাফ ৮০ জন। মোট ১ হাজার ৩শ জন শিক্ষার্থী ও স্টাফের মাঝে মাংস বিতরণ করা হয়। এদের প্রত্যেকে দেয়া হয় এক কেজি ৩শ গ্রাম করে। অনুষ্ঠানের প্রধান অতিথি শিক্ষার্থীর হাতে ওই মাংস তুলে দেন । 

এ সময় প্রধান অতিথি সৈয়দ ওসামা জালাল  শিক্ষার্থী-অভিভাবকদের উদ্দেশ্যে বলেন,সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা বিস্তারে সৈয়দপুরে অনন্য ভূমিকা রাখছে এফ ও এইচ পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান। এর অধিকাংশ শিক্ষার্থীই  ক্যাম্প শিশু। কিন্তু সুদৃশ্য স্কুল ইউনিফরম পরিহিত এই শিক্ষার্থীদের দেখে বোঝার উপায় নেই তারা সমাজের অনগ্রসর অংশ। তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, আপনারা সন্তানদের শিক্ষার জন্য অনুপ্রাণিত করবেন। তা হলেই তারা একদিন মানুষের মত মানুষ হয়ে সুনাগরিক হিসাবে গড়ে উঠবে। এটির উদ্যোক্তা আমেরিকার আহম্মেদ কারীম ঝান্ডা।

উল্লেখ, ২০১৪ সাল থেকে বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) হিউম্যান ইন ডিস্ট্রেস (হিড) এর অর্থায়নে  ফ্রেন্ডস অব হিউমেনিটি (এফওএইচ) সৈয়দপুরের বিভিন্ন এলাকায় ৫টি প্রাথমিক, একটি উচ্চ বিদ্যালয় ও ১টি কোচিং সেন্টার পরিচালনা করছে। এ সব বিদ্যালয়ের সুবিধাভোগীরা হলো মূলতঃ ক্যাম্প শিশু ও সমাজের অনগ্রসর অংশের শিশু কিশোর।

আপনার জেলার সংবাদ পড়তে