বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারীর সৈয়দপুর উপজেলা শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। ৮ জুন উপজেলার কামারপুকুর ডিগ্রি কলেজ মাঠে এই আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা আমীর হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম।
উপজেলা নায়েবে আমীর মো. শফিকুল ইসলাম সভায় সভাপতিত্ব করেন। ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা সেক্রেটারি আলহাজ্ব মাজহারুল ইসলাম।
বক্তব্য রাখেন, সৈয়দপুর শহর শাখার ভারপ্রাপ্ত আমীর মাওলানা ওয়াজেদ আলী, উপজেলা সহকারী সেক্রেটারি ও উপজেলা ওলামা কমিটির সভাপতি অধ্যাপক মাওলানা খলিলুর রহমান, উপজেলা অফিস সেক্রেটারি মো. রিজওয়ান হাসান। উপস্থিত ছিলেন বোতলাগাড়ী ইউনিয়নের সভাপতি খয়রাত বসুনিয়া, কাশিরাম বেলপুকুর ইউনিয়ন সভাপতি খাইরুল আলম মাষ্টারসহ উপজেলা শাখার সকল স্তরের প্রায় ৫ শতাধিক নেতাকর্মী।