তিস্তা সেচ ক্যানেল থেকে নারীর লাশ উদ্ধার

এফএনএস (মমিনুল ইসলাম রিপন; রংপুর) : : | প্রকাশ: ১০ জুন, ২০২৫, ০৫:০২ পিএম
তিস্তা সেচ ক্যানেল থেকে নারীর লাশ উদ্ধার

রংপুরে তিস্তা সেচ ক্যানেল থেকে এক অজ্ঞাত (৫৫) নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ জুন) সকালে সদর উপজেলার দক্ষিণ মমিনপুর বানিয়াপাড়া গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। পরে ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন সদর কোতয়ালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহুরুল হক।

তিনি স্থানীয়দের বরাত দিয়ে জানান, সকালে তিস্তা সেচ ক্যানেলে অজ্ঞাত ওই নারী লাশ ভাসতে দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।

সদর কোতয়ালী থানার ওসি মো. জহুরুল হক বলেন, বাহ্যিকভাবে লাশের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তার নাম-পরিচয় সনাক্তে সিআইডি টিম কাজ করছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে