রহনপুর পৌরসভা ট্রাফিকদের মধ্যে ছাতা বিতরণ

এফএনএস (মোঃ আল মামুন বিশ্বাস; গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ) :
| আপডেট: ১০ জুন, ২০২৫, ০৬:৪৫ পিএম | প্রকাশ: ১০ জুন, ২০২৫, ০৬:৪৫ পিএম
রহনপুর পৌরসভা ট্রাফিকদের মধ্যে ছাতা বিতরণ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভার ট্রাফিকদের মধ্যে ছাতা বিতরণ করছে মানবতার সেবায় রহনপুর নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। মঙ্গলবার সকালে রহনপুরস্থ উপজেলা ডাকবাংলো চত্বরে ছাতাগুলো বিতরণ করা হয়। সংগঠনের সভাপতি ও রহনপুর পৌরসভার সাবেক কাউন্সিলর মোস্তাফিজুর রহমান জেম প্রধান অতিথি থেকে ট্রাফিকদের মধ্যে ছাতাগুলো বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম, সংগঠনের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তৌহিদ খান, কোষাধ্যক্ষ আইনাল হক সুমন, সদস্য ফিরোজ কবির, মুনিরুল ইসলাম, খায়রুল আনামসহ অন্যরা।

সংগঠনের সভাপতি মোস্তাফিজুর রহমান জেম বলেন, রোদ ও বৃষ্টিতে ট্রাফিকদের দায়িত্ব পালন করা একটি কষ্টসাধ্য কাজ। রাস্তায় শৃঙ্খলা, যাত্রীদের নিদিষ্ট গন—ব্যে যেতে ও যানবাহনের যানজট নিরসনে কাজ করে থাকেন তারা। তাদের একটু কষ্ট দূর করতে এই সামান্য প্রচেষ্টা।