নোয়াখালীতে প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষকদের সম্মাননা প্রদান

এফএনএস (নাসির উদ্দিন মিরাজ; বেগমগঞ্জ, নোয়াখালী) :
| আপডেট: ১০ জুন, ২০২৫, ০৬:৫১ পিএম | প্রকাশ: ১০ জুন, ২০২৫, ০৬:৫১ পিএম
নোয়াখালীতে প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষকদের সম্মাননা প্রদান

নোয়াখালীর বেগমগঞ্জ জে, কে, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষকদের সম্মাননা প্রদান করা হয়েছে। শিক্ষাগুরু সম্মাননা দিতে পেরে খুশি হয়েছে  জে.কে. মডেল স্কুলের সাবেক ছাত্রছাত্রীরা। এ উপলক্ষে গতকাল সকাল থেকে বর্ণিল সাজে সজ্জিত করা হয়েছে স্কুল আঙ্গিনা। স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রীদের আয়োজনে অনুষ্ঠানে স্কুলের সাবেক প্রিয় শিক্ষক-শিক্ষিকাদের সম্মাননা প্রদানে ফুলের তোড়া ও উদ্দরনী দিয়ে শিক্ষকদের বরণ করেন সাবেক ছাত্রছাত্রীরা

দিনব্যাপী অনুষ্ঠানের সভাপতি আকন্দ ভিলার জহির উদ্দিন বাবর এর পক্ষ থেকে লিখিত বক্তব্য পাঠ করেন স্কুলের প্রাক্তন ছাত্র ও চৌমুহনী বাজার ব্যবসায়ী সমিতির কার্যকরী সভাপতি মোরশেদুল আমিন ফয়সাল। 

বিকেলে অনুষ্ঠানে যোগদান করেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্ল্যা বুলু ও তার সহধর্মিণী নোয়াখালী জেলা বিএনপির সাবেক সদস্য শামীম বরকত লাকী। দিনশেষে, অনুষ্ঠানে রেফেল ড্র ও পুরুষ্কার বিতরনীর মধ্যে  দিয়ে শেষ হয়।

আপনার জেলার সংবাদ পড়তে