নোয়াখালীর বেগমগঞ্জ জে, কে, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষকদের সম্মাননা প্রদান করা হয়েছে। শিক্ষাগুরু সম্মাননা দিতে পেরে খুশি হয়েছে জে.কে. মডেল স্কুলের সাবেক ছাত্রছাত্রীরা। এ উপলক্ষে গতকাল সকাল থেকে বর্ণিল সাজে সজ্জিত করা হয়েছে স্কুল আঙ্গিনা। স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রীদের আয়োজনে অনুষ্ঠানে স্কুলের সাবেক প্রিয় শিক্ষক-শিক্ষিকাদের সম্মাননা প্রদানে ফুলের তোড়া ও উদ্দরনী দিয়ে শিক্ষকদের বরণ করেন সাবেক ছাত্রছাত্রীরা
দিনব্যাপী অনুষ্ঠানের সভাপতি আকন্দ ভিলার জহির উদ্দিন বাবর এর পক্ষ থেকে লিখিত বক্তব্য পাঠ করেন স্কুলের প্রাক্তন ছাত্র ও চৌমুহনী বাজার ব্যবসায়ী সমিতির কার্যকরী সভাপতি মোরশেদুল আমিন ফয়সাল।
বিকেলে অনুষ্ঠানে যোগদান করেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্ল্যা বুলু ও তার সহধর্মিণী নোয়াখালী জেলা বিএনপির সাবেক সদস্য শামীম বরকত লাকী। দিনশেষে, অনুষ্ঠানে রেফেল ড্র ও পুরুষ্কার বিতরনীর মধ্যে দিয়ে শেষ হয়।