ভাঙ্গুড়ায় মাদরাসার নৈশপ্রহরীকে কুপিয়ে হত্যা, আটক ১

এফএনএস (মনিরুজ্জামান ফারুক; ভাঙ্গুড়া, পাবনা) : | প্রকাশ: ১০ জুন, ২০২৫, ০৭:০৩ পিএম
ভাঙ্গুড়ায় মাদরাসার নৈশপ্রহরীকে কুপিয়ে হত্যা, আটক ১

পাবনার ভাঙ্গুড়ায় আব্দুল গনি মোল্লা (৫৮) নামের এক নৈশপ্রহরীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে মুখোশাধারী দুর্বৃত্তরা। সোমবার রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার খানমরিচ ইউনিয়নের চন্ডিপুর সিকেবি আলিম মাদরাসা চত্বরে এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ওই গ্রামের মৃত রিয়াজ উদ্দিন মোল্লার ছেলে  ও সিকেবি আলিম মাদরাসার নৈশপ্রহরী। এছাড়া দীর্ঘদিন ধরে তিনি স্থানীয় বৃদ্ধমরিচ মসজিদের মুয়াজ্জিনের দায়িত্ব পালনের পাশাপাশি এলাকায় বিয়ে পড়াতেন।

এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য  বৃদ্ধমরিচ গ্রামের বদিউজ্জামানের ছেলে বখাটে শাহাদাতকে (২৫)  আটক করেছে থানা-পুলিশ। এ হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত শাহাদতের ঘরবাড়ি ভাংচুর করে তাতে আগুন লাগিয়ে দেয়। 

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। 



স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে মাদরাসা ডিউটিতে ছিলেন আব্দুল গনি। এসময় রাত সাড়ে ১২ টার দিকে একদল মুখোশধারী দূর্বৃত্ত তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুত্বর আহত করে চলে যায়। ঘটনাটি জানার পর স্থানীয়দের সহযোগিতায় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে আশংকাজনক অবস্থায় সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে  তাকে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার সকাল ৯ টার দিকে  তার মৃত্যু হয়। তার মৃত্যুর খবরে- স্থানীয় বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত শাহাদতের ঘরবাড়ি ভাংচুর করে তাতে আগুন লাগিয়ে দেয়।  


আরও জানা যায়, এই ঘটনার আগে আটক হওয়া বখাটে শাহাদাত বরিশাল থেকে একটি মেয়েকে নিয়ে আসে। ওই রাতে মেয়েটির সঙ্গে  তার বিয়ে পড়িয়ে দিতে নৈশপ্রহরী আব্দুল গনি মোল্লাকে চাপ দেন । কিন্তু এতে অস্বীকৃতি জানালে গনি মোল্লার ওপর ক্ষিপ্ত হয় শাহাদাত।  



 ওসি শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে রাতেই তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে।

পুলিশ-এ হত্যাকান্ডের রহস্য উদঘাটনে  কাজ করছে।

আপনার জেলার সংবাদ পড়তে