সড়ক দুর্ঘটনায় নিহত ১

এফএনএস (মোস্তাফিজার রহমান মিলন; হিলি, দিনাজপুর) : : | প্রকাশ: ১০ জুন, ২০২৫, ০৭:০৯ পিএম
সড়ক দুর্ঘটনায় নিহত ১

দিনাজপুর গোবিন্দগঞ্জ মহাসড়কের বিরামপুর টাটাকপুর এলাকায় মিনি ড্রাম্পার ট্রাক ও যাত্রীবাহী আসাদ পরিবহনের সাথে মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহতের ঘটনা ঘটেছে । 

নিহত ব্যক্তি হলেন বগুড়া জেলার বনানী শাহজাদপুর মন্ডল পাড়ার রাসেল মন্ডলের ছেলে আবু হামদি(২৩)। মঙ্গলবার (১০ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে দিনাজপুরের বিরামপুর পৌরশহরের টাটাকপুর এলাকায় এ ঘটনা ঘটে।

বিরামপুর থানার অফিসার ইনচার্জ মমতাজুল হক বলেন, মঙ্গলবার বিরামপুরে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত বগুড়া - ড ১১-২৭৮৭ নাম্বারের একটি মিনি ড্রাম্পার ট্রাক ও ঢাকা মেট্রো ব ১৩-২১৮২ নাম্বারের একটি যাত্রীবাহী বাস উদ্ধার করে থানায় পুলিশের হেফাজতে নেয়া হয়েছে। এবিষয়ে সড়ক দুর্ঘটনা আইনে একটি মামলা রুজু করা হয়েছে এবং আইনি প্রক্রিয়ায় মরদেহের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে