সড়ক দুর্ঘটনায় নিহত ১

এফএনএস (মোস্তাফিজার রহমান মিলন; হিলি, দিনাজপুর) : | প্রকাশ: ১০ জুন, ২০২৫, ০৭:০৯ পিএম
সড়ক দুর্ঘটনায় নিহত ১

দিনাজপুর গোবিন্দগঞ্জ মহাসড়কের বিরামপুর টাটাকপুর এলাকায় মিনি ড্রাম্পার ট্রাক ও যাত্রীবাহী আসাদ পরিবহনের সাথে মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহতের ঘটনা ঘটেছে । 

নিহত ব্যক্তি হলেন বগুড়া জেলার বনানী শাহজাদপুর মন্ডল পাড়ার রাসেল মন্ডলের ছেলে আবু হামদি(২৩)। মঙ্গলবার (১০ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে দিনাজপুরের বিরামপুর পৌরশহরের টাটাকপুর এলাকায় এ ঘটনা ঘটে।

বিরামপুর থানার অফিসার ইনচার্জ মমতাজুল হক বলেন, মঙ্গলবার বিরামপুরে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত বগুড়া - ড ১১-২৭৮৭ নাম্বারের একটি মিনি ড্রাম্পার ট্রাক ও ঢাকা মেট্রো ব ১৩-২১৮২ নাম্বারের একটি যাত্রীবাহী বাস উদ্ধার করে থানায় পুলিশের হেফাজতে নেয়া হয়েছে। এবিষয়ে সড়ক দুর্ঘটনা আইনে একটি মামলা রুজু করা হয়েছে এবং আইনি প্রক্রিয়ায় মরদেহের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

আপনার জেলার সংবাদ পড়তে