পয়েন্ট তালিকার শীর্ষে নরওয়ের

এফএনএস স্পোর্টস : | প্রকাশ: ১১ জুন, ২০২৫, ০৪:৩৫ এএম
পয়েন্ট তালিকার শীর্ষে নরওয়ের

দাপট দেখিয়ে খেললেও ঠিক মন ভরানো ফুটবল উপহার দিতে পারলো না নরওয়ে। তবে এস্তোনিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে শীর্ষ তারকা আরলিং হালান্ডের একমাত্র গোলে ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছেড়েছে তারা। এ নিয়ে বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের চার ম্যাচেই জয় পেলো নরওয়ে। তারা আছে ‘আই’ গ্রুপে পয়েন্ট তালিকার শীর্ষে। সমান ম্যাচে এক জয়ে এস্তোনিয়া তিন নম্বরে। এই গ্রুপে ইসরায়েল দুই আর ইতালি তিনে। এস্তোনিয়ার বিপক্ষে ম্যাচে মোট ১৯টি শট নেয় নরওয়ে। কিন্তু এর মধ্যে লক্ষ্যে ছিল মাত্র ৩টি। একের পর এক গোল মিসের মহড়া দিয়েছে নরওয়ে। ফলে বল দখলসহ সব ডিপার্টমেন্টে এগিয়ে থাকলেও জয় পেতে ঘাম ঝরেছে দলটির। ৬২ মিনিটে এসে ডেডলক ভাঙেন আরলিং হালান্ড। বক্সের খুব কাছে বল পেয়ে বাঁ পায়ের শটে জয়সূচক গোলটি করেন ম্যানচেস্টার সিটি তারকা।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW