লিচু কিনার সময় কাভার্ডভ্যানের ধাক্কা: প্রাণ গেল ৩ জনের

এফএনএস অনলাইন: | প্রকাশ: ১১ জুন, ২০২৫, ১২:০৮ পিএম
লিচু কিনার সময় কাভার্ডভ্যানের ধাক্কা: প্রাণ গেল ৩ জনের

পাবনার ঈশ্বরদীতে সড়কের পাশে মোটরসাইকেল থামিয়ে লিচু কেনার সময় দ্রুত গতির কাভার্ডভ্যান চাপায় মা-মেয়ে এবং বিক্রেতা মিলে তিনজন নিহত হয়েছেন।

নিহতরা হলেন- লিচু বিক্রেতা উপজেলার মিরকামারী মুন্নার মোড় এলাকার আনিসুর রহমান (৫৫), নাটোর সদর উপজেলার সাবেক বিজিবি সদস্য মফিজুল ইসলামের স্ত্রী সুবর্ণা খাতুন (৪৫) ও মেয়ে পূর্ণতা (৮)। দুর্ঘটনায় মফিজুল ইসলাম গুরুতর আহত হয়েছেন।

বুধবার সকাল ৭টার দিকে উপজেলার দাশুড়িয়া-কুষ্টিয়া মহাসড়কের মিরকামারী মুন্নার মোড় এলাকায় এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৭টার দিকে মুন্নার মোড়ে সড়কের পাশে লিচু বিক্রি করছিলেন আনিসুর রহমান। এসময় স্ত্রী-সন্তান নিয়ে কুষ্টিয়া থেকে পাবনা যাওয়ার পথে সড়কের পাশে মোটরসাইকেল থামিয়ে লিচু দরদাম করছিলেন মফিজুল ইসলাম। এসময় দ্রুত গতির একটি কাভার্ডভ্যান চারজনকে চাপা দিয়ে চলে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আহতদের উদ্ধার করে ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক লিচু বিক্রেতা আনিসুর রহমান এবং মোটরসাইকেল আরোহী সুবর্ণা খাতুন ও পূর্ণতাকে মৃত ঘোষণা করেন। আহত মোটরসাইকেল চালক মফিজুল ইসলাম হাসপাতালে চিকিৎসাধীন।

পাকশী হাইওয়ে পুলিশ ফাঁড়ির এস আই কল্লোল বিষয়টি নিশ্চিত করেছেন।

আপনার জেলার সংবাদ পড়তে