ঝিনাইদহ কালীগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে মহব্বত আলী ও ইউনুছ আলী দুই ভাই হত্যার ঘটনায় এজাহার ভুক্ত এক আসামী কে গ্রেফতার করেছে পুলিশ। ১ জুন সকাল সাড়ে ৮টার দিকে কালীগঞ্জ উপজেলা বিএনপির নেতাকমীরা উপজেলার জামাল ইউনিয়নের তালিয়ান শ্মশানঘাট এলাকায় মহব্বত আলী কে কুপিয়ে হত্যা করে। এসময় ঠেকাতে গেলে তার ভাই ইউনুছ আলীকে কুপিয়ে জখম করে অস্ত্রধারীরা। এরপর থেকে ইউনুছ আলী যশোরের জেনারেল হাসপাতালে চিকিৎধীন অবস্থায় ৩ জুন মারা যান। নিহতরা কালীগঞ্জ উপজেলার নাকোবাড়িয়া গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে।
মঙ্গলবার রাত সাড়ে ১০ টারদিকে উপজেলার গাজির বাজার একটি চা দোকান থেকে আব্দুর রাজ্জাক কে কালীগঞ্জ থানা পুলিশ গ্রেফতার করে। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহিদুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।