এ্যাটর্নী জেনারেল মোঃ আসাদুজ্জামান

বাংলাদেশে আর কোন দিন দিনের ভোট রাতে হবেনা

এফএনএস (টিপু সুলতান, কালীগঞ্জ, ঝিনাইদহ) : | প্রকাশ: ১১ জুন, ২০২৫, ১২:৫৭ পিএম
বাংলাদেশে আর কোন দিন দিনের ভোট রাতে হবেনা

ব্যাংকার্স ফোরামের উদ্বোধন ঘোষনা করা করেছে শৈলকুপা নিবাসী সারাদেশে কর্মরত বিভিন্ন ব্যাংক কর্মকর্তারা এই ব্যাংকার্স ফোরাম গঠন করেন। মঙ্গলবার উপজেলা পরিষদ অডিটরিয়ামে ব্যাংকার্স ফোরামের উদ্বোধন ঘোষণা করা হয়। শৈলকূপা ব্যাংকার্স ফোরামের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের এ্যাটর্নী জেনারেল মোঃ আসাদুজ্জামান। 

ব্যাংক কর্মকর্তা মহিবুল কাদির ফরহাদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিসিএস অফিসার্স ফোরামের সভাপতি ডা. নাসিরুদ্দিন, সাংবাদিক বিমল কুমার সাহা, ব্যাংক কর্মকর্তা ফজলুর রহমান, বিএনপির নির্বাহী কমিটির সদস্য বিশিষ্ট ব্যবসায়ী আবু সাঈদ বিশ্বাস, ব্যাংক কর্মকর্তা নাজমুল হাসান স্বপনসহ স্বনামধন্য বিভিন্ন ব্যাংকের কর্মকর্তারা।

প্রধান অতিথি এ্যাটর্নী জেনারেল মোঃ আসাদুজ্জামান বলেন ঈদের ছুটিতে গত ৫ দিন সকাল ৭টা থেকে রাত ১২টা পর্যন্ত তিনি শৈলকুপার তিন শতাধিক গ্রামের বিভিন্ন হাট বাজার ও জনসমাগোমে সাধারন মানুষের উদ্দেশ্যে বলেন আপনারা মাদক ও যে কোন দূনিতির তথ্য আমাকে দিবেন। আমি কথা দিচ্ছি আপনার নাম পরিচয় গোপন রাখা হবে তবে মাদকের সাথে যাদের সম্পর্ক তাদের নাম প্রকাশ করা হবে। সাধারন ভোটারদের উদ্দেশ্যে বলেন বাংলাদেশে আর কোন দিন দিনের ভোট রাতে হবেনা। আমরা দায়িত্ব নিয়েছি আপনাকে গোপন বুথ পর্যন্ত পৌছে দেওয়ার। সেখানে গিয়ে আপনার ভোট যাকে ইচ্ছা তাকে দিতে পারবেন।

আপনার জেলার সংবাদ পড়তে