দুর্গাপুরে দুটি বাল্যবিবাহ বন্ধ করল ইউএনও

এফএনএস (এস.এম রফিকুল ইসলাম; দুর্গাপুর, নেত্রকোনা) : : | প্রকাশ: ১১ জুন, ২০২৫, ০৪:১৫ পিএম
দুর্গাপুরে দুটি বাল্যবিবাহ বন্ধ করল ইউএনও

বাড়িতে চলছে বিয়ের প্রস্তুতি। রান্নাবান্না শেষ পর্যায়ে, অতিথিদের দাওয়াত দেওয়া হয়েছে, অপেক্ষা শুধু বরযাত্রীর। কিন্তু এর মাঝেই খবর এলো কনের বয়স ১৮ না হওয়া সংক্রান্ত তথ্য। সময়মতো হস্তক্ষেপ করায় দুইটি বাল্যবিবাহ বন্ধ করল উপজেলা প্রশাসন। ঘটনাটি নেত্রকোণার দুর্গাপুরে। বুধবার(১১জুন) সকাল ১১টার দিকে চন্ডিগড় ইউনিয়নের বনগাঁও এবং নাগেরগাতি গ্রামে একই দিনে দুইটি বাল্যবিবাহ বন্ধ করা হয়।

দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাভিদ রেজওয়ানুল কবীর বাল্যবিবাহের তথ্য পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হন। কনের বয়স ১৮ না হওয়ায় পরিবারের সদস্যদের বিয়ে না দেওয়ার নির্দেশ দেন তিনি।

এ সময় বনগাঁও গ্রামের কনের বাবা তাজ উদ্দিনকে মুচলেকাসহ ৫শত টাকা জরিমানা করা হয়। অপরদিকে নাগেরগাতি গ্রামের কনের মা শিরিনা খাতুনের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়, যাতে মেয়েরা প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত তাদের বিয়ে দেওয়া না হয়।

জন্মনিবন্ধনের তথ্যে জানাযায়, নাগেরগাতি গ্রামের হাবিবুর রহমানের মেয়ের বয়স ১৬ বছরের কাছাকাছি। অপরদিকে বনগাঁও গ্রামের তাজ উদ্দিনের মেয়ের বয়স মাত্র ১৭ বছর।

এ নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মো. নাভিদ রেজওয়ানুল কবীর বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা সময়মতো দুটি বাল্যবিবাহ থামিয়ে দিতে সক্ষম হয়েছি। সম্প্রতি বাল্যবিবাহের প্রবণতা বাড়ছে। এটি প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি স্থানীয়দের সহযোগিতা প্রয়োজন। কোথাও এমন বিয়ের চেষ্টা হলে প্রশাসনকে দ্রুত জানানোর আহ্বান জানান তিনি।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে