চাটমোহরে বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইয়ের সংবাদ সম্মেল

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) :
| আপডেট: ১১ জুন, ২০২৫, ০৭:০০ পিএম | প্রকাশ: ১১ জুন, ২০২৫, ০৬:৫৮ পিএম
চাটমোহরে বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইয়ের সংবাদ সম্মেল

পাবনার চাটমোহরে ওয়ারিশ সূত্রে পৈত্রিক সম্পত্তি পাওয়ার জন্য এবং জীবনের নিরাপত্তার দাবিতে  বড় ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক বায়েজিদ বোস্তামি। বুধবার (১১ জুন) সকাল ১১ টায় চাটমোহর পৌর সদরের আফ্রাতপাড়ায় নিজ বাসভবনে তিনি সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

সংবাদ সম্মেলনে বায়েজিদ বোস্তামী অভিযোগ করেন,তারা দুই ভাই ও পাঁচ বোন। চাটমোহর উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের পাচুরিয়া গ্রামে তাদের পৈত্রিক নিবাস। সেখানে পৈত্রিক  সম্পত্তি থাকলেও সেই সম্পত্তি থেকে তিনি প্রায় বঞ্চিত। তার বড় ভাই চাটমোহর সরকারি কলেজের সহকারি অধ্যাপক কামাল মোস্তফা আফজাল সকল সম্পত্তি জবরদখল করে রেখেছেন। পৈত্রিক সম্পত্তির ভাগ চাইতে গেলে তিনি নানাভাবে হুমকি ধামকি ও  ভয়ভীতি দেখান। কামাল মোস্তফা আফজাল পৈত্রিক সম্পত্তির সকল কাঠের গাছ বিক্রি  করাসহ জমিতে পুকুর খনন করে মাটি বিক্রি করেছেন।  

সংবাদ সম্মেলনে বায়েজিদ বোস্তামী অভিযোগ করে আরো বলেন,এই জমি নিয়ে সালিশ বৈঠক করা হলেও তার বড় ভাই তা মানছেন না। এ অবস্থায় গত ২ জুন সকালে বায়েজিদ বোস্তামীর নিজ হাতে করা বাগানের সমস্ত আম ও কাঠাল লুট করে নেন আফজাল। বাধা নিষেধ করতে গেলে তাকে হত্যার হুমকি দেন। এছাড়া মঙ্গলবার (১০ জুন) সকালে বায়েজিদ বোস্তামীর ছেলে তাদের বাগানের আম পাড়তে গেলে কামাল মোস্তফা আফজাল অন্যদের নিয়ে বাধা প্রদান করেন এবং আম-কাঁঠাল ছিনিয়ে নেন। শুধু তাই নয় ভবিষ্যতে এই জমিতে আসলে দেখে নেবার হুমকিও দেন।

সংবাদ সম্মেলনে বয়েজিদ বোস্তামী জানান,এ ব্যাপারে চাটমোহর থানায় তিনি একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। বায়েজিদ বোস্তামী এ ব্যাপারে সংবাদকর্মীদের সহযোগিতা চেয়ে বলেন,আমি ও আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। আমি আমার পৈত্রিক সম্পত্তির অংশটুকু বুঝে চাই। একই সাথে আমার এবং আমার পরিবারের নিরাপত্তার দাবি জানাচ্ছি।

এ ব্যাপারে অভিযুক্ত সহকারী অধ্যাপক কামাল মোস্তফা আফজাল বলেন,এটি আমাদের পারিবারিক বিষয়। আমি এ ব্যাপারে আমার স্বজনের সাথে কথা বলে আগামীকাল (আজ বৃহস্পতিবার) আপনাকে জানাবো।

আপনার জেলার সংবাদ পড়তে