বিজয়ের ৫৩ বছর পূর্তি উপলক্ষ্যে মহান বিজয় দিবসে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। সোমবার সকাল সাড়ে দশটায় চর রাজিবপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা অডিটোরিয়াম হলে উপজেলা নিবার্হী কর্মকর্তা তানভীর আহমেদ এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানের কার্য কার্যক্রম শুরু হয়।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন রাজিব পুর উপজেলা জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুর রশিদ।
সহকারী প্রোগ্রামার ইসমাইল হোসেন এর সঞ্চালনায় সভাপতি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নিবার্হী কর্মকর্তা তানভীর আহমেদ, সহকারী কমিশনার (ভুমি) জাহাঙ্গীর আলম বাবু, রাজিব পুর থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম,।
উপজেলা কৃষি অফিসার রতন মিয়া।
মুক্তিযুদ্ধের স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হোসেন, বীর মুক্তিযোদ্ধা বেলাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবুর রহমান প্রমুখ।
পরে বিজয় দিবসে অনুষ্ঠিত চিত্রাংকন প্রতিযোগিতা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।