বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাজীগঞ্জ - শাহরাস্তির নেতা ইঞ্জি. মমিনুল হক "রিক্সা চালক শ্রমিকরা ৫ই আগষ্ট কোথায় ছিল? রিক্সা চালক সংগঠন যারা করেন, তাদেরকে পুলিশের হাতে তুলে দেওয়া হবে। রিক্সা শ্রমিক ভুয়া বলে তিরষ্কার করেছেন মর্মে গত ৯ জুন বলাখালে দলীয় এক জনসভায় যে বক্তব্য দিয়েছেন তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা, ভ্যান ও অটোচালক দল, চাঁদপুর জেলা শাখা নেতৃবৃন্দ।
বুধবার ১১ জুন ২০২৫ ইং তারিখ বিকালে চাঁদপুর প্রেসক্লাবে এক প্রেসব্রিফ্রিং এর মাধ্যমে সংগঠনের পক্ষ থেকে নেতৃবৃন্দ এই প্রতিবাদ জানান এবং ওই বক্তব্যে প্রত্যাহারের দাবি করেন।
এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন জেলা রিক্সা ভ্যান ও অটোচালক দলের আহ্বায়ক নুরে আলম।সংগঠনের জেলার যুগ্ম আহবায়ক মোস্তফা কামাল জীবন,হাজীগঞ্জ থানার যুগ্ম আহবায়ক ফারুক হাজী,রাশেদসহ অন্যরা এবং চাঁদপুর প্রেসক্লাব কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ এ সময় উপস্থিত ছিলেন।
প্রেস ব্রিফিং এ জেলা রিক্সা ভ্যান ও অটোচালক দলের আহ্বায়ক নুরে আলম বলেন,চাঁদপুর জেলা বিএনপি আমাদের সকলের রাজনৈতিক অভিভাবক শেখফরিদ আহম্মেদ মানিক ও সংগঠনের সকল নেতৃবৃন্দ। বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা ভ্যান ও অটোচালক দল আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এই সংগঠনটি পরিচালিত হচ্ছে। আমাদের কেন্দ্রিয় সভাপতি মো. জহির রায়হান ও মো. আরিফুর রাহমান তুষারসমন্বয়ক। কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাড. রুহুল কবির রিজভী, সংগঠনের উপদেষ্টা। বিগত সরকার বিরোধী আন্দোলনে জুলাই ও আগষ্টে রিক্সাচালক ভাইয়েরা জীবনের মায়া না করে পুলিশের গুলির সম্মুখে দাঁড়িয়ে আন্দোলন করেছেন, জীবন দিয়েছেন স্বৈরাচারের বিরুদ্ধে এই দেশের জন্য, এই দেশের মাটি ও মানুষের মানবধিকারের জন্য। জুলাই আগষ্টের ফ্যাসিষ্ট শেখ হাসিনার নারকীয় গনহত্যার শিকার রিক্সা শ্রমিক চালকদের হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা, ভ্যান ও অটো চালকদল নয়াপল্টন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাড. রুহুল কবির রিজভী, প্রধান বক্তা ছিলেন বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী ও শ্রমিক দলের সমন্বয়ক অ্যাড. শামছুর রহমানর শিমুল বিশ্বাস। উক্ত সমাবেশটি অনুষ্ঠিত হয় ২২ই নাভেম্বর ২০২৪খ্রি.। প্রধান উপদেষ্টাকে ড. মোঃ ইউনুস স্যারকে জাতীয়তাবাদী রিক্সা ভ্যান ও অটো চালকদলের পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করা হয়।বহুবার কেন্দ্রিয়ভাবে রিক্সা ভ্যান ও অটো চালকদলের সংগঠনের সমাবেশ হয়েছে। আমাদের এই সংগঠনের প্রতিষ্ঠাতা তারেক রহমান। এই সংগঠনকে অস্বীকার করা মানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপি কে অস্বীকার করা। রিক্সা ভ্যান অটো শ্রমিক অস্বীকার করা মানে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে অস্বীকার করা। গতকাল আমাদের চাঁদপুর জেলার হাজীগঞ্জ কর্তৃক ইঞ্জিনিয়ার মমিনুল হক মমিন ভাই। উনি বিএনপির কেন্দ্রিয় নির্বাহী সদস্য। উনি একজন সচেতন নাগরিক ব্যক্তি হয়ে আমাদের এই সংগঠন নিয়ে তিরস্কার করেন। উনি বলেন "রিক্সা চালক শ্রমিকরা ৫ই আগষ্ট কোথায় ছিল? রিক্সা চালক সংগঠন যারা করেন, তাদেরকে পুলিশের হাতে তুলে দেওয়া হবে। আমাদের রিক্সা শ্রমিক ভুয়া বলে তিরষ্কার করেছেন। আমাদের চাঁদপুর জেলার অভিভাবক আমার আপনার সকলের শেখ ফরিদ আহম্মেদ মানিক ভাই থাকতে আপনি পুলিশের হাতে তুলে দেবার কে? দলতো আপনাকে এই দ্বায়িত্ব দেয় নি। দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে আপনি লেলিয়ে দিয়েছেন আমাদের প্রতিহত করতে। আপনার এই ধরনের বক্তব্যের আমারা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা চাই তিনি তার বক্তব্য প্রতাহার করবেন।