মানুষের ভোটের অধিকারের জন্য বিএনপি গত ১৭ বছর লড়াই করেছে বলে মন্তব্য করেছেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসন থেকে বিএনপির সম্ভ্রাব্য প্রার্থী ইঞ্জিনিয়ার আবদুস সোবহান। বুধবার (১১ জুন) বিকেলে বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর বন্দরে বিএনপি ও তার সকল অঙ্গ সংগঠনসহ সর্বস্তরের মানুষের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদ পরবর্তী শুভেচ্ছা পৌঁছে দেওয়ার জন্য অনুষ্ঠিত মতবিনিময় সভায় আবদুস সোবহান আরও বলেছেন, এপ্রিল মাসের আবহাওয়া নির্বাচনের জন্য উপযোগী নয়। কারণ অতীতে যেসব নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেগুলো দেশের আবহাওয়ার ওপর ভিত্তি করে উপযোগী সময়ে সম্পন্ন হয়েছে।
নির্বাচনের নির্দিষ্ট সময় ঘোষণার পুর্বে পবিত্র মাহে রমজান ও শিক্ষার্থীদের পরীক্ষা বিবেচনায় রাখা হয়েছে। কিন্ত আবহাওয়া ও রমজানের পরপরই এপ্রিল মাসে নির্বাচনের ঘোষণা দেয়া প্রজ্ঞাসুলভ হয়নি।
তাই সবকিছু বিবেচনায় রেখেই আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন সম্পন্ন করার যথেষ্ট সুযোগ রয়েছে। আর এ সুযোগ থাকা সত্ত্বেও যদি নির্বাচনের তারিখ বিবেচনা করা না হয়, তাহলে দেশবাসীর কাছে নির্বাচনের স্বদিচ্ছা নিয়ে অবিশ্বাস তৈরি হওয়ারও সম্ভাবনা রয়েছে।
নবম জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসন থেকে বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার প্রার্থী ইঞ্জিনিয়ার আবদুস সোবহান আরও বলেছেন, ভোটের অধিকার নিশ্চিতে নির্বাচন শুধু প্রশাসনের ভুমিকার সাথে সম্পৃক্ত নয়। ভোটের আবহাওয়া ও নির্বাচনী প্রচারনাও গুরুত্বপূর্ণ দিক বহন করে। সুতরাং এই সিদ্ধান্ত থেকে ফিরে এসে ডিসেম্বরের মধ্যে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার জন্য তিনি জোর দাবি করেন।
বাটাজোর ইউনিয়ন শ্রমিকদলের আয়োজনে বাটাজোর বন্দরে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বাটাজোর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আকতার হোসেন বাবুল।
জেলা উত্তর যুবদলের যুগ্ন আহবায়ক এমএ গফুরের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল আউয়াল লোকমান, বরিশাল জেলা উত্তর যুবদলের সদস্য সচিব গোলাম মোর্শেদ মাসুদ, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. শাহ আলম ফকির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আবদুল মালেক আকন, বিএনপি নেতা অ্যাডভোকেট মো. সালাউদ্দিন, বাটাজোর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. হারুন-অর রশিদ,
উপজেলা যুবদলের আহবায়ক মনির হোসেন সরদার, জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমিনুল হক শাহীন, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি এসএম হীরা, উপজেলা শ্রমিকদলের ভারপ্রাপ্ত সভাপতি সরোয়ার আলমসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা। সভায় বিএনপি ও তার সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সর্বস্তরের জনতা উপস্থিত ছিলেন।