দিনাজপুরের কাহারোল উপজেলার ৩নং মুকুন্দপুর ইউনিয়নের রামপুর এলাকার ৭৫ বছর বয়সের বিধবা চার পুত্র বাড়ীতে ঠাই হয়নি। বরঞ্চ নিজ নামের ৫০ শতক জমি চাষ আবাদ করতে দিচ্ছে না বলে জানিয়েছেন, রামপুর এলাকার মৃত ইউসুফ আলীর স্ত্রী বিমলা বেওয়া। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টায় ইউপি সদস্য আইয়ুব আলী সহ বিধবা বিমলা বেওয়া মেয়ের বাড়ীতে দেখতে পাওয়া যায়। আবেগ প্রবনতা হয়ে তিনি বলেন, বাবা খুব কষ্ট করে চারটি ছেলে জন্ম দিয়েছিলাম। বড় করে মানুষ করেছি। অপর দিকে মেয়েও রয়েছে ৩জন। ছেলেরা মায়ের এক মুঠো ভাত মুখে দিতে পারেনা। ছেলেদের বাড়ীতে আশ্রয় নেই আমার। মেয়ের বাড়ীতে থাকি। মেয়ে জামাই আমারে খাওয়ানদে তারাই আমার অসুখ-বেসুখে চিকিৎসা করে। আমার নিজ নামে ৫০ শতক জমি রয়েছে সেই জমি জোড় করে চার সন্তান ভাগ করে নিয়েছে। আমাকে ফসলের ভাগ দেয়না। অনেক বার অনেক জায়গায় বিচার দিয়েছি বিচার পাইনাই। উক্ত গ্রামের চাঁন মিয়া বলেন, বিমলা বেওয়া স্বামী হারিয়ে সব কিছু হারিয়ে ফেলেছেন একই গ্রামের আবুল কালাম বলেন, অসহায়ের মত জীবন যাপন করছেন বিমলা বেওয়া। এলাকার সুধীজনের দাবি বিষয়টি উদ্বত্তন কর্তৃপক্ষের সুদৃষ্টি দেওয়া প্রয়োজন।