বাঘায়

বিএনপি নেতার সাথে সেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মতবিনিময়

এফএনএস (আমানুল হক আমান; বাঘা, রাজশাহী) : : | প্রকাশ: ১২ জুন, ২০২৫, ০৪:০৫ পিএম
বিএনপি নেতার সাথে সেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মতবিনিময়

রাজশাহীর বাঘায় বিএনপি নেতার সাথে মতবিনিময় করেন সেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (উপাচার্য) ড. মো. আবদুল লতিফ। বুধবার সন্ধ্যায় উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুজ্জামান খান মানিকের বাঘায় ব্যক্তিগত অফিসে তিনি এই মতবিনিময় করেন। 

অধ্যাপক ড. মো. আবদুল লতিফ ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর সেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (উপাচার্য) হিসেবে নিয়োগ গ্রহণ করেন। বিএনপি নেতা নুরুজ্জামান খান মানিকের সাথে মতবিনিময়ের আগে উপাচার্য বাঘা হযরত শাহদৌলা মাজার জিয়ারত করেন।

আয়োজিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম নান্নু, বাঘা পৌর বিএনপি’র ৯ নম্বর ওয়ার্ড সভাপতি বাদশা আলমগীর, বাজুবাঘা ইউনিয়ন বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক আল ফারুক সিদ্দিক, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শাহাবাজ আলী প্রমুখ।

ড. মো. আবদুল লতিফ সেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এনটোমলজি বিভাগের অধ্যাপক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা ছিলেন। পরে তিনি ভাইস চ্যান্সেলর (উপাচার্য) হিসেবে নিয়োগ পান। তিনি রাজশাহীর চারঘাট উপজেলার নিমপাড়া ইউনিয়নের বাগমারী গ্রামের বাসিন্দা।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে