কলারোয়ায় মোসলেম (৫০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে ১৪ বছরের এক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গত শনিবার (৭ জুন) ঈদের দিন উপজেলার বৈদ্যপুর গ্ৰামে বাড়ির পাশে ওই শিশুটি খেলতে গেলে এ ঘটনা ঘটে। অভিয্ক্তু মোসলেম একই গ্রামের পশ্চিম পাড়ার বাসিন্দা মৃত শাহাজাহান সরদারের ছেলে।
জানা গেছে, ঈদের দিন বেলা ১২ টার দিকে প্রতিবন্ধী এই শিশুটি বাড়ির পাশে খেলতে যায়। সে সময় সেখানে থাকা একই মোসলেম ওই প্রতিবন্ধী শিশুটিকে খাবারের লোভ দেখিয়ে পাশের পাট ক্ষেতে নিয়ে যায়। এক পর্যায়ে শিশুটির গলায় কাচি ধরে, তার কথায় রাজি না হলে মেরে ফেলার হুমকি দেয়। শিশুটি কান্নাকাটি শুরু করলে মেয়েটির মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে। ধর্ষণের কথা কাউকে জানালে মেরে ফেলারও হুমকি দেয়। বিচ্ছিন্ন অবস্থায় শিশুটি বাড়িতে আসার পরে তার মা বাবার কাছে বিষয়টি খুলে বলে।
বিষয়টি জানাজানি হলে ধর্ষক মোসলেম এলাকার প্রভাবশালীদের সহযোগিতায় প্রথমে বিষয়টি টাকা দিয়ে মিটমাটের চেষ্টা করে। কিন্তু তাতেও কাজ না হলে সে এলাকা থেকে পালিয়ে যায়।
এ বিষয়ে কলারোয়া থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় ভিক্টিমের পিতা বাদী হয়ে একটি ধর্ষণ মামলা দায়ের করেছে। আসামি গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।