কয়রায় গরুর পঁচা মাংস বিক্রির অভিযোগে ব্যবসায়ীকে কারাদন্ড

এফএনএস (মোঃ রিয়াছাদ আলী; কয়রা, খুলনা) : : | প্রকাশ: ১২ জুন, ২০২৫, ০৪:৩০ পিএম
কয়রায় গরুর পঁচা মাংস বিক্রির অভিযোগে ব্যবসায়ীকে কারাদন্ড

কয়রায় গরুর পঁচা মাংস বিক্রি করার অভিযোগে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা ও ৭ দিনের কারাদন্ড প্রদান করেছেন  ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১২ জুন) বেলা ১১ টার দিকে কয়র সদরের পুরাতন বাজারে সিদ্দিক মোড়লের  মাংসের দােকানে অভিযান চালান উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী  ম্যাজিস্ট্রেট রুলী বিশ্বাস। এ সময় ঐ দোকানে পঁচা মাংস জব্দ করার পর ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা সহ কারাদণ্ড প্রদান করা হয় । সিদ্দিক মােড়ল ১নং কয়রা গ্রামের আঃ রহিম মোড়লের পুত্র। জানা গেছে, কয়রা বাজারে গরুর পঁচা মাংস বিক্রি করছে এমন অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ঐ দোকান থেকে আনুমানিক ৫ কেজি গরুর পঁচা মাংস জব্দ করা হয়। পরবর্তিতে মাংস ব্যবসায়ী ছিদ্দিককে  ২০ হাজার টাকা জরিমানা ও ৭ দিনের জেল প্রদান করা হয় । উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুলী বিশ্বাস  জানান, গরুর পঁচা মাংস বিক্রির খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়।  সেখানে পঁচা  মাংস বিক্রির অভিযোগে পঁচা মাংস জব্দ ও বিক্রেতাকে জেল জরিমানা করা হয়েছে। অভিযানকালে কয়রা থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে