বাউফলের বিএনপি'র কেন্দ্রীয় নেতার ঈদ শুভেচ্ছা বিনিময়

এফএনএস (হারুন অর রশিদ; বাউফল, পটুয়াখালী) : | প্রকাশ: ১২ জুন, ২০২৫, ০৪:৩৩ পিএম
বাউফলের বিএনপি'র কেন্দ্রীয় নেতার ঈদ শুভেচ্ছা বিনিময়

 বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও বিশিষ্ট শিল্পপতি ইঞ্জিনিয়ার একেএম ফারুক আহমেদ ঈদুল আজহার পরবর্তী সময়ে দলীয় নেতা কর্মীদের সাথে নিয়ে প্রায় সপ্তাহ ব্যাপি বাউফলের বিভিন্ন ইউনিয়নের গ্রাম গঞ্জ , হাটবাজারে  উপজেলার  নানা শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদ  শুভেচ্ছা বিনিময় করছেন। বুধবার (১১ জুন) বিকেলে তিনি কালিশুরী বন্দর ও নুরাইনপুর বাজারে শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় তার সঙ্গে পৌর বিএনপির সাবেক সভাপতি হুমায়ুন কবির, পৌর বি এন পি নেতা  মাসুম বিল্লাহ হাজী পলাশ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিএনপি নেতা ইঞ্জিনিয়ার একেএম ফারুক আহমেদ এ সময় বলেন, “দেশকে উন্নয়নের পথে পরিচালিত করতে হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন করতে হবে। তাই আমাদের সকলের উচিত তারেক রহমানের হাতকে শক্তিশালী করা।  তিনি আরো বলেন দেশের মানুষের কল্যাণের জন্য তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত  বিএনপি  ঐক্যবদ্ধ রয়েছে ।”

আপনার জেলার সংবাদ পড়তে