বাঘায় আগুনে পুড়ে মৃত্যু ৫টি গরু ছাগল

এফএনএস (আমানুল হক আমান; বাঘা, রাজশাহী) : | প্রকাশ: ১২ জুন, ২০২৫, ০৬:০৮ পিএম
বাঘায় আগুনে পুড়ে মৃত্যু ৫টি গরু ছাগল

রাজশাহীর বাঘায় আগুনে পুড়ে মৃত্যু হয়েছে ৫টি গরু ও ছাগলের। বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে বাঘা পৌরসভার চকনারায়ণপুরের দৈরিতলা গ্রামে এই ঘটনা ঘটে।   

জানা গেছে, বাঘা পৌরসভার চকনারায়ণপুর দৈরিতলা গ্রামের নজরুল ইসলাম তার গোয়াল ঘরে দুটি গরু ও তিনটি ছাগল রাখা ছিল। মশার অত্যাচার থেকে গরু ও ছাগলে রক্ষা করার জন্য গোবরের তৈরী করা দেইলী জালিয়ে দেওয়া ছিল। এই দেইলী থেকে গোয়াল ঘরে আগুন ছড়িয়ে পড়ে। পরিবারের লোজন জানতে পেরে আগুন নিয়ন্ত্রন করতে করতে গরু ও ছাগল পুড়ে মৃত্যু হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার ক্ষতিগ্রস্থ পরিবারকে চাল ও শুকনো খাবার দিয়ে সহযোগিতা করেন। বিষয়টি নিশ্চিত করেন গরু ও ছাগলের মালিক নজরুল ইসরাম।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে