সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আমগাছে গলায় লুঙ্গি পেঁচিয়ে আত্মহত্যা করেছে এক মাদ্রাসা ছাত্র। ঘটনাটি ঘটেছে বুধবার (১১ জুন) দিবাগত রাতে রূপসা উপজেলার নৈহাটী ইউনিয়নের ইলাইপুর গ্রামে। নিহত সাব্বির ফকিরহাটের কাটাখালি আলহেরা মাদ্রাসার আলিম প্রথম বর্ষের শিক্ষার্থী। নিহতের স্বজনেরা ও এলাকাবাসী জানায়, রূপসা উপজেলার ইলাইপুর গ্রামের বাসিন্দা রবিউল ইসলামের ছেলে সাব্বির শেখ (১৯) প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে ঘুমাতে যায়। পরবর্তীতে রাতের কোন এক সময় ঘরের পার্শ্ববর্তী আম গাছের ডালের সাথে লুঙ্গি পেঁচিয়ে আত্মহত্যা করে। আত্মহত্যার পূর্বে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেয় সাব্বির। সেখানে বলা হয়, জীবনের ইতি পূর্বে হোক সবার কাছে ক্ষমা প্রার্থী।
সকালে সাব্বিরের মাতা ঘুম থেকে উঠে তাকে আম গাছের ডালে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। এ সময় তার আত্মচিৎকারে পার্শ্ববর্তী লোকজন ছুটে এসে মরদেহটি গাছ থেকে নিচে নামায়। এসময় এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। পরে রূপসা থানা পুলিশ খবর পেয়ে সকাল সাড়ে দশটার দিকে ঘটনাস্থলে আসে। তারপর সুরতহাল রিপোর্ট শেষে লাশ ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
এব্যাপারে রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মাদ মাহফুজুর রহমান বলেন, ইলাইপুরে যুবকের আত্মহত্যার খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছিলো। ঝুলন্ত লাশ উদ্বার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়। পরে তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে। থানায় ইউডি মামলার প্রস্তুতি চলছে।