হালিশহরে বেপরোয়া প্রাইভেট কার কেড়ে নিলো তরুণের প্রাণ

এফএনএস (মোঃ আবদুল ওয়াদুদ; চট্টগ্রাম) : : | প্রকাশ: ১২ জুন, ২০২৫, ০৭:১০ পিএম
হালিশহরে বেপরোয়া প্রাইভেট কার কেড়ে নিলো তরুণের প্রাণ

চট্টগ্রামের হালিশহরে ফাঁকা সড়কে বেপরোয়া গতির প্রাইভেট কার কেড়ে নিলো এক তরুণের প্রাণ। সাইকেলআরোহী ওই তরুণ সড়ক পার হচ্ছিলেন। তাকে চাপা দেওয়া সেই প্রাইভেট কারটি চালাচ্ছিল তানিম হাসান রাকিব নামে এক তরুণ। এরপর কিছু বাইক রাইডার ধাওয়া দিয়ে তাকে আটক করার পর উত্তেজিত জনতা তাকে পিটুনি দেয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। পরে পুলিশ এসে তাকে আটক করে নিয়ে যায়।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, বাবার প্রাইভেট কার (চট্ট মেট্রো-গ ১৪-২৮৫৬) নিয়ে সড়কে বেরিয়েছিল ‘ধনীর দুলাল’ ওই কিশোর। সড়ক ফাঁকা পেয়ে গাড়ি চালাচ্ছিল বেপরোয়া গতিতে। ২০২৪ সালের এসএসসি পরীক্ষা দেওয়া সেই কিশোরের ছিল না কোনো লাইসেন্সও। বুধবার বিকাল ৫টা ১০ মিনিটের দিকে হালিশহরের ‘কে-এল’ ব্লকের ৫ নম্বর গেটের পাশে আড়ং ও বন ফায়ার রেস্টুরেন্টের সামনে ওই  ঘটনা ঘটে। নিহত তরুণের নাম ওসমান গনি শাকিব (১৯)। তিনি বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বাইশারী ইউপির মোহাম্মদ নাছিরের ছেলে।

 হালিশহরের কে ব্লকের ছয় নম্বর রোডের জানে আলম ভবনের পরিবারের সঙ্গে থাকতেন। ওদিকে, ঘাতক তরুণের নাম তানিম হাসান রাকিব। তিনি হালিশহর এল ব্লকের এক নম্বর রোডের চার নম্বর লেনের ব্যবসায়ী এরশাদ হোসেনের ছেলে। ঘাতক তানিম চট্টগ্রাম সরকারি কমার্স কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। নিহত ওসমানের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে থেকে পরিবারের সদস্যরা নিয়ে গেছেন বলে জানা গেছে।  

প্রত্যক্ষদর্শীরা জানান, ওসমান সাইকেল নিয়ে সড়ক পার হচ্ছিলেন। ওই সময় বিপরীত দিক থেকে বেপরোয়া গতির প্রাইভেট কারটি তাকে ধাক্কা দেয়। এতে সড়কে পরে মাথায় গুরুতর আঘাত পেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনা বেগতিক দেখে দ্রুত পালিয়ে যায় প্রাইভেট কারটি। কিন্তু এ সময় কয়েকজন বাইক রাইডার ও স্থানীয় জনতা তাকে ধাওয়া দিয়ে প্রাইভেট কারসহ ঘাতক তানিমকে আটক করেন।

এরপর  স্থানীয় জনতা তানিমকে মারধর করে পরনের শার্ট ছিঁড়ে ফেলে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তাকে আটক করে নিয়ে যায়। একইসঙ্গে প্রাইভেট কারটিও জব্দ করা হয়েছে। হালিশহর থানার উপপরিদর্শক (এসআই) আবু সাইদ জানান, আটক কিশোর থানায় রয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে