রূমিন ফারহানা

‘সুস্থ্য প্রতিযোগিতার মধ্য দিয়েই সত্যিকারের নেতৃত্ব বিকাশ লাভ করে’

এফএনএস (মাহবুব খান বাবুল; সরাইল, ব্রাহ্মণবাড়িয়া) :
: | আপডেট: ১২ জুন, ২০২৫, ০৭:২৭ পিএম : | প্রকাশ: ১২ জুন, ২০২৫, ০৭:২৭ পিএম
‘সুস্থ্য প্রতিযোগিতার মধ্য দিয়েই সত্যিকারের নেতৃত্ব বিকাশ লাভ করে’

পবিত্র ঈদ-উল-আযহার পর নেতা কর্মীদের খোঁজ খবর নিতে নির্বাচনী এলাকা জনসংযোগকালে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে গত ১০ এপ্রিল মঙ্গলবার রাতে বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও দলটির সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি ব্যরিষ্টার রূমিন ফারহানা বলেন, আপনারা জানেন আগামী বছরের এপ্রিল মাসে জাতীয় সংসদ নির্বাচনের একটি টেনটেটিভ সময় ঘোষণা করা হয়েছে। আশা করছি নির্বাচনটি যথাসময়ে অনুষ্ঠিত হবে। যে অভূত সাড়া ভালোবাসা ও সমর্থন আমার প্রতি আপনারা দেখিয়েছেন। এই সমর্থন অব্যাহত থাকবে। আমি বহু বছর ধরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল আশুগঞ্জের মাটিতে কাজ করছি। এর আগে ১৯৭৩ সালে আমার বাবা এই আসন থেকে এমপি নির্বাচিত হয়েছিলেন। বিএনপি একটি বড় দল। দেশের প্রত্যেকটি আসনে এই দলের মনোনয়ন প্রত্যাশী একাধিক। কাজ কর্ম সততা নিষ্ঠা মানুষের ভালোবাসা ও জনপ্রিয়তার ভিত্তিতেই দলটি মনোনয়ন দিয়ে থাকে। আমরা মনে করি সুস্থ্য প্রতিযোগিতার মধ্য দিয়েই সত্যিকারের নেতৃত্ব বিকাশ লাভ করে। এই আসনে দলের মনোনয়ন পেলে আমিও আশা করছি একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন যদি হয়। তবে এই আসন থেকে আমি আপনাদের ভোটে নির্বাচিত হতে পারব।  রাজনৈতিক কাজে বাংলাদেশের বিভিন্ন জেলায় আমি গিয়েছি। আমি দেখেছি দেশের অন্যান্য জায়গার তুলনায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল-আশুগঞ্জ অংশটি অনেক অবহেলিত। ইনশাল্লাহ আমি যদি এই এলাকার জনগণের ভোটি এমপি নির্বাচিত হয়। এই এলাকার যোগাযোগ ব্যবস্থাকে উন্নয়নের মডেল থানা হিসেবে গড়ে তুলতে চাই। এখানকার স্কুল কলেজ গুলোকে আধুনিকতার ছোঁয়ায় প্রযুক্তিগত শিক্ষায় এগিয়ে নিয়ে যাব। স্থানীয় স্বাস্থ্য কেন্দ্র গুলোতে মানুষের মিনিমাম স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করব।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে