বড়াইগ্রামে ইসলামী আন্দোলনের ঈদ পুনর্মিলনী

এফএনএস (আপন; বড়াইগ্রাম, নাটোর) : : | প্রকাশ: ১২ জুন, ২০২৫, ০৭:২৮ পিএম
বড়াইগ্রামে ইসলামী আন্দোলনের ঈদ পুনর্মিলনী

নাটোরের বড়াইগ্রামে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে পৌর মিলনায়তনে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বড়াইগ্রাম উপজেলা সভাপতি মাওলানা আব্দুল হামিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে ইসলামী আন্দোলনের জেলা সভাপতি মাওলানা মোহাম্মদ আলী সিদ্দিকী। বড়াইগ্রাম ও গুরুদাসপুর উপজেলা ইসলামী আন্দোলনের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা আলমগীর হোসেন, গুরুদাসপুর উপজেলা সভাপতি মাওলানা ওমর ফারুক ও সেক্রেটারী শরিফুল ইসলাম, বড়াইগ্রাম উপজেলা সেক্রেটারী মিনহাজুল ইসলাম এবং বড়াইগ্রাম পৌর সভাপতি মাওলানা ওহিদুল ইসলাম বক্তব্য রাখেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে