ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের বাংলাদেশ খেলাফত মজলিস কর্তৃক মনোনীত জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী ও নাসিরনগর উপজেলার দলের
সহ সভাপতি হাফেজ মাওলানা সাইফুল্লাহ বিন আনসারী ঈদুল আজহা উপলক্ষে আজ বৃহস্পতিবার দিনব্যাপী নাসিরনগর উপজেলার চাতলপাড় ও গোয়ালনগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় শুভেচ্ছা বিনিময় ও গণসংযোগ করেন। এসময় সাইফুল্লাহ বিন আনসারী ঈদের আনন্দ ভাগাভাগি ও মানুষের খোঁজখবর নেয়ার পাশাপাশি তিনি আসন্ন নির্বাচনে ইসলামপন্থী রাজনীতির পক্ষে জনমত তৈরির লক্ষ্যে স্থানীয় জনসাধারণের সঙ্গে কুশল বিনিময় করেন।
গণসংযোগ চলাকালে তার সাথে বাংলাদেশ খেলাফত মজলিসের উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুস সাত্তার,সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক বি,এম গিয়াস উদ্দীন, মাওলানা হুসাইন আহমদ নুরপূরী,ব্রাহ্মনবাড়িয়া সদর বোধল ইউনিয়নের সভাপতি মাওলানা ফয়জুল্লাজ নন্দনপুরী, চাতলপাড় ইউনিয়নের উপদেষ্টা মাওলানা কামরুজ্জামান, চাতলপাড় ইউনিয়নের সভাপতি মাওলানা মোশারফ হুসাইন, চাতলপাড় ইউনিয়নের সাধারণ সম্পাদক মাওলানা ওবায়দুল্লাহ,জয়েন সেক্রেটারি মাওলানা মন্জুরুল করিম, গোয়ালনগর ইউনিয়নের সভাপতি মুফতি জাহিদুল ইসলাম ফারুকী, গোয়ালনগর ইউনিয়নের সাধারণ সম্পাদক মুফতি জয়নাল আবেদীন, গোয়ালনগর ইউনিয়নের চেয়ারম্যান পদপার্থী মুফতি মকবুল হুসাইন, গোয়ালনগর ইউনিয়নের সাংগঠনিক মাওঃ রায়হান আহমদ সিরাজি, গোয়ালনগর ইউনিয়নের যুগ্ম সম্পাদক মুফতি আনোয়ারসহ উপজেলা ও সংশ্লিষ্ট ইউনিয়ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।