লালপুরে বৈধ বালুমহালে চাঁদা দাবীর প্রতিবাদে সংবাদ সম্মেলন

এফএনএস (এ.কে. আজাদ সেন্টু; লালপুর, নাটোর) : : | প্রকাশ: ১২ জুন, ২০২৫, ০৯:০৫ পিএম
লালপুরে বৈধ বালুমহালে চাঁদা দাবীর প্রতিবাদে সংবাদ সম্মেলন

নাটোরের লালপুরে বৈধ বালুমহালে চাঁদা দাবীর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভূক্তভোগী ইজারাদারগণ। বৃহস্পতিবার (১২জুন-২০২৫) দুপুরে উপজেলার লক্ষীপুর বালুর ঘাট এলাকায় পদ্মা নদীর ধারে এ সংবাদ সম্মেলন করেন তারা।

ঠিকাদারী প্রতিষ্ঠান মোল্লা ট্রেডার্সের-এর পক্ষ থেকে অংশিদার মেহেফুজ হক সোহাগ লিখিত বক্তব্যে জানান, লালপুর উপজেলার দিয়াড় বাহাদুরপুর মৌজায় আমরা সরকার কর্তৃক বৈধভাবে ৯ কোটি ৬০ লাখ টাকায় বালু মহালের ইজারা গ্রহণ করি।

কিন্তু দুঃখজনকভাবে ইজারা নেয়ার পর থেকেই আমাদের উপর একটি চক্র চাঁদা দাবি করে আসছে। যার নেতৃত্বে রয়েছেন ঈশ্বরদীর বিএনপি নেতা জাকারিয়া পিন্টু ও তার ভাই মেহেদী হাসান। তারা প্রতিদিন ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছে। আমরা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে শুরু হয় ভয়ঙ্কর ষড়যন্ত্র, আমাদের নিরীহ শ্রমিক ও মাঝিদের মারধর, সাজানো অস্ত্র উদ্ধারের নাটক এবং মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টায় লিপ্ত হয় ওই চক্র।

বিশেষভাবে আমরা উল্লেখ করতে চাই, ঈশ্বরদী থানার নতুন অফিসার ইনচার্জ দায়িত্ব নেয়ার পর থেকেই পরোক্ষ সহযোগিতা করে চলেছেন বলে একাধিক সূত্রের মাধ্যমে আমরা নিশ্চিত হয়েছি। এর ফলে আমাদের বৈধ ব্যবসা পরিচালনায় চরম প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে।

আমরা এখন বৈধভাবে নদীপথে বালু পরিবহন করতে গেলেও বাধা দেয়া হচ্ছে। শ্রমিক, মাঝি ও ব্যবসায়ীরা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।

সংবাদ সম্মেলনে সোহাগ আরো দাবি করেন এই চক্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

একটি স্বাধীন ও নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে ঘটনার মূল রহস্য উন্মোচন করতে হবে।

আমাদের বৈধ ব্যবসার নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং শ্রমিকদের হয়রানি বন্ধ করতে হবে। যদি এই অপকর্মের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে শুধু লালপুর নয় সারা দেশের বৈধ বালু মহাল ইজারা নিতে কেউ সাহস করবে না। এতে ক্ষতিগ্রস্ত হবে সরকার।


এব্যাপারে ঈশ্বরদীর বিএনপি’র নেতা জাকারিয়া পিন্টু জানান, বালি মহলের চাঁদা দাবির সাথে আমার ও আমার ছোট ভাইয়ের কোন সম্পৃক্ততা নেই। মোল্লা ট্রেডার্স নামের ইজারাদারকেও আমি চিনিনা। এসব অভিযোগ  মিথ্যা -ভিত্তিহীন। একটি বিশেষ মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে, এটা তারই বহিঃপ্রকাশ। প্রয়োজনে প্রশাসন ঘটনাটি তদন্ত করে ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে পারে।

এবিষয়ে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুন নূর জানান, নদী পথে অভিযান চালিয়ে অস্ত্রসহ সন্ত্রাসীদের গ্রেফতার করা হয়েছে। ভিত্তিহীন অভিযোগ তুলে তারা তাদের অপকর্ম ঢাকতেই এই সব করছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে