চাঁদপুর নৌ টার্মিনাল ব্যবহারকারী লঞ্চ যাত্রীদের মাস্ক পরার আহ্বান জানিয়েছে বিআইডব্লিউটিএ চাঁদপুরের উপপরিচালক এবং নদী বন্দর ও পরিবহন কর্মকর্তা মো. বাছির আলী খান।
তিনি জানান, সম্প্রতি করোনাভাইরাস সংক্রমণ বাড়তে থাকায় বুধবার (১১জুন ২০২৫) লঞ্চঘাটেও এই সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। আমরা প্রচারণার মাধ্যমে লঞ্চ যাত্রীদের সচেতন ও সতর্ক করছি। তবে সরেজমিনে চাঁদপুর লঞ্চঘাট ঘুরে দেখা গেছে, অধিকাংশ যাত্রীই মাস্ক না পরে লঞ্চে চলাচল করছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহে সংগৃহীত ১৩৪টি নমুনার মধ্যে ৩৬টি কোভিড-১৯ পজিটিভ পাওয়া গেছে। এ সময়ে করোনায় একজনের মৃত্যু হয়েছে।
যাত্রীদের সতর্ক করে নৌ মন্ত্রণালয় কর্তৃপক্ষ বলছে, ভিড় বা বদ্ধ পরিবেশে মাস্ক পরা এখনো করোনাভাইরাস প্রতিরোধে কার্যকর ও সহজ একটি উপায়। বিশেষ করে গণপরিবহন ব্যবহারের সময় মাস্ক পরার প্রয়োজনীয়তা আরও বেশি।
এবার ঈদ উপলক্ষে বাড়ি ফেরা এবং কর্মস্থলে ফিরতি যাত্রীদের জন্যে নৌ মন্ত্রণালয় মাস্ক পরার আহ্বান জানিয়েছে।