কোভিড-১৯ সতর্কতা:

চাঁদপুরে লঞ্চ যাত্রীদের মাস্ক পরার আহ্বান

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ১২ জুন, ২০২৫, ০৯:১১ পিএম
চাঁদপুরে লঞ্চ যাত্রীদের মাস্ক পরার আহ্বান

চাঁদপুর নৌ টার্মিনাল  ব্যবহারকারী লঞ্চ যাত্রীদের মাস্ক পরার আহ্বান জানিয়েছে বিআইডব্লিউটিএ চাঁদপুরের উপপরিচালক এবং নদী বন্দর ও পরিবহন কর্মকর্তা মো. বাছির আলী খান। 

তিনি জানান, সম্প্রতি করোনাভাইরাস সংক্রমণ বাড়তে থাকায় বুধবার (১১জুন ২০২৫) লঞ্চঘাটেও এই সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। আমরা প্রচারণার মাধ্যমে লঞ্চ যাত্রীদের সচেতন ও সতর্ক করছি। তবে সরেজমিনে চাঁদপুর লঞ্চঘাট ঘুরে দেখা গেছে, অধিকাংশ যাত্রীই মাস্ক না পরে লঞ্চে চলাচল করছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহে সংগৃহীত ১৩৪টি নমুনার মধ্যে ৩৬টি কোভিড-১৯ পজিটিভ পাওয়া গেছে। এ সময়ে করোনায় একজনের মৃত্যু হয়েছে।

যাত্রীদের সতর্ক করে নৌ মন্ত্রণালয়  কর্তৃপক্ষ বলছে, ভিড় বা বদ্ধ পরিবেশে মাস্ক পরা এখনো করোনাভাইরাস প্রতিরোধে কার্যকর ও সহজ একটি উপায়। বিশেষ করে গণপরিবহন ব্যবহারের সময় মাস্ক পরার প্রয়োজনীয়তা আরও বেশি।

এবার ঈদ উপলক্ষে বাড়ি ফেরা এবং কর্মস্থলে ফিরতি যাত্রীদের জন্যে নৌ মন্ত্রণালয় মাস্ক পরার আহ্বান জানিয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে