পাবনার সুজানগরের সাতবাড়ীয়া কাঞ্চন পার্ক (পদ্মা নদীর পাড়) হতে লিটন হোসেন নামে একজন পর্যটকের একটি বাজাজ ডিসকভার মোটরসাইকেল চুরি হয়ে গেছে। বৃহস্পতিবার দিনগত সন্ধ্যা রাতে মোটরসাইকেলটি চুরি হয়ে যায়। মোটরসাইকেল মালিক পর্যটক উক্ত লিটন পাবনা সদর উপজেলার পাটোয়া গ্রামের মোঃ শহীদ প্রামাণিকের ছেলে।
জানা যায়, পর্যটক লিটন পার্কের পার্শ্ববর্তী একটি মন্দিরের কাছে তার মোটরসাইকেলটি রেখে পদ্মা নদীর পাড়ে ঘুরতে যায়। এর কিছু সময় পর সে মন্দিরের পাশে এসে দেখে তার মোটরসাইকেলটি নেই। বহু খোঁজা-খুঁজি করেও মোটরসাইকেলটি আর পাওয়া যায়না। এব্যাপারে সুজানগর থানায় একটি জিডি করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ মোঃ মজিবর রহমান জানান, চুরিকৃত মোটরসাইকেলটি উদ্ধারে অভিযান পরিচালিত হচ্ছে। আশা করি শিগগিরই উদ্ধার হয়ে যাবে।