বাউফলে চারজন বিএনপি নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

এফএনএস (কাজল বরণ দাস; পটুয়াখালী) : | প্রকাশ: ১৩ জুন, ২০২৫, ০৪:২৯ পিএম
বাউফলে চারজন বিএনপি নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

পটুয়াখালীর বাউফলে  কালাইয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সহ চারজন বিএনপি দলীয় নেতা-কর্মীদের ওপর হামলার  প্রতিবাদ ও বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার সকালে উপজেলার বগি-কালাইয়া সড়কের  মধ্য কর্পূরকাঠি এলাকায় এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। কালাইয়া ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের ব্যানারে আয়োজিত এ  কর্মসূচিতে পাঁচশতাধিক  নেতাকর্মী ও  স্থানীয়রা অংশ নেন। 

মানববন্ধনে বক্তব্য রাখেন-  কালাইয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাহার উদ্দিন সিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক মেয়াজ্জেম হোসেন বাদল,  উপজেলা যুবদলের সাবেক সদস্য  মো. জসিম উদ্দিন পঞ্চায়েত, বিএনপি নেতা রিয়াজ হোসেন বাদশা  প্রমুখ

বক্তরা বলেন, নব্য বিএনপি হালিম কখনো বিএনপি করেনি। তার বড় ভাই মোকলেস মেম্বার ১৭ বছর আওয়ামীলীগ করেছেন। ৫তারিখের পর বিএনপি হয়ে গেছেন। এখন তারা চেয়ারম্যান - মেম্বার হতে চায়।  তারা আওয়ামী লীগের দোসর। তার ত্যাগী বিএনপি নেতাকর্মীদের কালো টাকার বিরিময়ে কিনতে চায়। আমরা নব্য বিএনপি নেতাদের মুখোশ উম্মোচন করায় বিএনপির ত্যাগী নিবেদিত চারজন নেতাকর্মীদের ওপর হত্যার উদ্দেশ্যে হামলা করে।  এঘটনার ৫দিন পার হওয়ার পরেও পুলিশ মামলা নিচ্ছে না। বক্তারা মামলা রুজি করে জড়িতদেন গ্রেপ্তারের দাবি জানান। 

এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আখতারুজ্জামান সরকার বলেন,বিষয়টি তদন্তাধীন রয়েছে।এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আপনার জেলার সংবাদ পড়তে