চাঁদপুর শাহরাস্তিতে যৌথ বাহিনীর অভিযানে এক দুষ্কৃতিকারীকে আটক করা হয়েছে। ১৩ জুন ২০২৫ তারিখ রাত দেড়টার সময় স্থানীয় গোপন তথ্যের ভিত্তিতে হাজীগঞ্জ আর্মি ক্যাম্প এবং শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক তালিকাভুক্ত কিশোর গ্যাং ও দুস্কৃতিকারীদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হয়। উক্ত যৌথ অভিযানে শাহরাস্তি উপজেলা থেকে তালিকাভুক্ত দুস্কৃতিকারী আব্দুল্লাহ মোহাম্মদ শিহাব (২৪)'কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তির থেকে ০১টি কুড়াল, ০১টি লাঠি, ০১টি নাকল ডাস্টার উদ্ধার করা হয়। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য উদ্ধারকৃত দ্রব্যসামগ্রী এবং গ্রেফতারকৃত ব্যক্তিকে শাহরাস্তি থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।