গলাচিপায় মহান বিজয় দিবস উদযাপিত

এফএনএস (মলয় দত্ত; গলাচিপা, পটুয়াখালী) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ১৬ ডিসেম্বর, ২০২৪, ০২:২৬ এএম
গলাচিপায় মহান বিজয় দিবস উদযাপিত

গলাচিপায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকাল ৮টায় গলাচিপা উপজেলা মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান। পরে গলাচিপা থানা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, গলাচিপা পৌরসভা, গলাচিপা প্রেস ক্লাব, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী, স্বেচ্ছাসেবী সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে। শ্রদ্ধা নিবেদন শেষে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। এরপর মার্চপাস্ট ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়। বিকেলে অনন্দ কৃড়া অনুষ্ঠান হয়।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নাসিম রেজা, গলাচিপা থানার অফিসার ইনচার্জ(ওসি) আশাদুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান, উপজেলা জামায়াতের আমীর ডা. জাকির হোসেন, উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক হাফিজুর রহমান প্রমুখ।

 

 


আপনার জেলার সংবাদ পড়তে